বিজ্ঞাপন

৩০ জুনের মধ্যে খালের অস্থায়ী বাঁধ অপসারণের সিদ্ধান্ত

June 14, 2021 | 10:05 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের আওতায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন খালে দেওয়া অস্থায়ী বাঁধ আগামী ৩০ জুনের মধ্যে অপসারণের সিদ্ধান্ত হয়েছে। এসব বাঁধের কারণে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছিলেন খোদ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

বিজ্ঞাপন

সোমবার (১৪ জুন) সকালে নগরীর টাইগারপাসে চসিকের অস্থায়ী ভবনে নগরীর জলবদ্ধতা নিরসনের লক্ষ্যে সকল সেবা সংস্থার যৌথ সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় মেয়র রেজাউল করিম চৌধুরী সভাপতিত্ব করেন।

মেয়র রেজাউল বলেন, ‘চলমান প্রকল্পের কাজ শেষ হলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে, আশা করা যায়। ইতোমধ্যে এই প্রকল্পের কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে। এখনও খালে অস্থায়ী বাঁধ আছে। সিডিএ সেগুলো সরাচ্ছে। ৩০ জুনের মধ্যে যেন সবগুলো সরানো হয়, তাহলে বর্ষায় জলাবদ্ধতা থেকে আমরা নগরবাসীকে কিছুটা মুক্তি দিতে পারব।’

বিজ্ঞাপন

সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেন, ‘আমরা সব সেবা সংস্থা সমন্বিতভাবে কাজ করতে চাই। একে অপরকে দোষারোপ করলে কাজ হবে না। খালে কাজের জন্য যে বাঁধ দেওয়া হয়েছে, তা চলতি মাসের ৩০ তারিখের মধ্যে অপসারণ হবে। সেনাবাহিনীকে এ ব্যাপারে বলা হয়েছে।’

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে ৫ হাজার ৬১৬ কোটি টাকার একটি প্রকল্প সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ প্রকল্পের আওতায় নগরীর বিভিন্ন খালের ভেতরের অংশে অস্থায়ী বাঁধ দিয়ে জলকপাট ও প্রতিরোধ দেওয়াল নির্মাণের কাজ চলছে।

খালে দেওয়া বাঁধের কারণে ব্যাপক জলাবদ্ধতার আশঙ্কার কথা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। এরপর গত ৬ জুন মৌসুমের প্রথম টানা বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম নগরীর প্রায় সব নিম্নাঞ্চল।

বিজ্ঞাপন

এ প্রেক্ষাপটে অনুষ্ঠিত সমন্বয় সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, পরিবেশ অধিদফতরের পরিচালক নুরুল্লাহ নুরী, চসিকের সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মাহমুদুল হোসেন খান, সিএমপির উপ-পুলিশ কমিশনার এস.এম মোস্তাইন হোসেন, সিডিএ’র জলাবদ্ধতা নিরসন মেগাপ্রকল্প বাস্তবায়নে নিয়োজিত ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের মেজর পঙ্কজ মল্লিক, সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর।

সারাবাংলা/আরডি/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন