বিজ্ঞাপন

নদীভাঙনে বিলীন ৫ লাখ ১৪ হাজার ৬৭১.৯৫ একর জমি

June 29, 2021 | 12:41 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সংসদে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জানিয়েছেন, ভাঙনের কারণে দেশে নদীগর্ভে বিলীন হওয়া জমির পরিমাণ ৫ লাখ ১৪ হাজার ৬৭১.৯৫ একর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ জুন) বগুড়া-৫ আসনের সদস্য হাবিবর রহমানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান সংসদে। দেশের বর্তমান বিধিবিধান অনুযায়ী সিকস্তি (নদী গর্ভে বিলিন হওয়া) জমির খাজনা আদায়ের সুযোগ নেই বলেও জানান তিনি।

এর আগে, সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। এরপরই প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

ভূমিমন্ত্রী জানান, সবচেয়ে বেশি সিকস্তি জমি রয়েছে চট্টগ্রাম বিভাগে। আর সবচেয়ে কম সিলেট বিভাগে।

বিভাগভিত্তিক সিকস্তি জমির মধ্যে- ঢাকা বিভাগে ৪৯ হাজার ১৪২.৯৮ একর, চট্টগ্রামে এক লাখ ৭৩ হাজার ১৬২.৯৩ একর, খুলনায় ৩০ হাজার ৬৭১.১৫ একর, বরিশালে এক লাখ ৪৪ হাজার ২৮৩.৭৭ একর রাজশাহীতে ৯৭ হাজার ৩৬৩.৮৪ একর, রংপুরে ১৫ হাজার ৪৮.৭৮ একর, সিলেটে ৩১.০৭ একর এবং ময়মনসিংহে ৪ হাজার ৯৬৭.৪৪ একর জমি রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন