বিজ্ঞাপন

অভি মঈনুদ্দীনের কথা, সুরে গাইলেন কনা ও প্রতীক

July 17, 2021 | 12:41 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

সাংবাদিক অভি মঈনুদ্দীনের কথা ও সুরে নতুন একটি মৌলিক গানে কন্ঠ দিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা ও প্রতীক হাসান। ‘আদরে আদরে’ শিরোনামের এই গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে গেলো ১৫ জুলাই রাজধানীর কাকরাইলে সাউন্ড হ্যাকারের স্টুডিওতে। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ইউসুফ আহমেদ খান এবং সঙ্গীতায়োজন করেছে সাউন্ড হ্যাকার। আগামী ঈদের পর গানটি নতুন ইউটিউব চ্যানেল ‘মেঘ’-এ প্রকাশের জন্য এর মিউজিক ভিডিও নির্মাণের কাজ সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

গানটি প্রসঙ্গে দিলশাদ নাহার কনা বলেন, ‘গানের কথা এবং সুর আমার কাছে ভালোলাগলে সেই গানই আমি গেয়ে থাকি। অভি ভাইয়ের সঙ্গে আমার পরিচয় প্রায় দুই দশকের। তাকে একজন সাংবাদিক হিসেবেই আমি চিনি, জানি। তিনি প্রথম আমাকে যেদিন গানটি গাইবার জন্য গানের কথা এবং সুর পাঠিয়েছিলেন, তখন আমি কিছুটা কনফিউজড ছিলাম। কিন্তু গানটির রেকর্ডিং-এর কাজ শেষ হবার পর আমার কাছে মনে হলো একটা দারুণ গান গাইলাম। আমি বা আমরা সাধারণত যে ধরনের গান গাইবার আগ্রহ প্রকাশ করি বারবার, এই গানটি ঠিক তেমনি একটি গান। আমার কাছে ভীষণ ভালোলেগেছে।’

প্রতীক হাসান ও দিলশাদ নাহার কনা

প্রতীক হাসান ও দিলশাদ নাহার কনা

প্রতীক হাসান বলেন, ‘পরিচয়ের শুরু থেকেই সাংবাদিক অভি মঈনুদ্দীনকে আমি কাকা বলেই ডাকি। তো, কাকা যে এতো চমৎকার গান লিখতে পারেন এবং সুর করতে পারেন এটা আমার জানা ছিলোনা। গানটির কথা এবং সুর আমার কাছে এক কথায় মন ছুঁয়ে গেছে। কনা আপা নি:সন্দেহে একজন গুনী শিল্পী, তারসঙ্গে এই গানটি শ্রোতা দর্শকের জন্য নতুন চমকই আমি বলবো। ইউটিউব চ্যানেল মেঘ’র জন্য অনেক শুভ কামনা।’

অভি মঈনুদ্দীন বলেন, ‘চ্যানেল মেঘ থেকে যেদিনই আমাকে একটি গান করার জন্য বলা হলো-মাত্র এক মিনিটের মাথায় এই গানটির কথা ও সুর মাথায় আসে। তারপর ইউসুফের সঙ্গে আলোচনা করে কনা ও প্রতীক হাসানকে চুড়ান্ত করি। আমার লেখা ও সুরে এতো সুন্দর একটি গান হচ্ছে, ভাবতেই ভীষন ভালোলাগছে। কৃতজ্ঞ চ্যানেল মেঘ’র প্রতি।’

বিজ্ঞাপন

চ্যানেল মেঘ’ কর্তৃপক্ষ জানায় আগামী ঈদের পর গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। তারপর ‘আদরে আদরে’ গানটি প্রকাশ পাবে।

সারাবাংলা/এএসজি

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন