বিজ্ঞাপন

কঠোর বিধিনিষেধ: প্রথম দিন গ্রেফতার ৪০৩ জন, জরিমানা ১২ লাখ

July 23, 2021 | 9:54 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: করোনা সংক্রমণ মোকাবিলায় কঠোর বিধিনিষেধের দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনে রাজধানী থেকে ৪০৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, গ্রেফতার হওয়া লোকজন অকারণে ঘরের বাইরে বের হয়েছে। তাই তাদের গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই গ্রেফতার ও জরিমানা করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ কমিশনার (এডিসি মিডিয়া) ইফতেখারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৪০৩ জনকে নিয়মিত মামলায় গ্রেফতার ছাড়াও মোবাইল কোর্টে ২০৩ জনকে এক লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ডিএমপি ট্রাফিক কর্তৃক ৪৪১ টি গাড়িকে ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মোট টাকার পরিমাণ ১২ লাখ টাকার উপরে। মানুষকে ঘরে রাখতে এই গ্রেফতার ও জরিমানা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এসএসএ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন