বিজ্ঞাপন

কলকাতাসহ পশ্চিমবঙ্গের ১৬ জেলায় করোনায় মৃত্যুহীন একটি দিন

July 27, 2021 | 10:02 pm

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আঘাত অনেকটাই সামলে উঠছে ভারত। দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতাসহ ১৬টি জেলায় ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু হয়নি। এছাড়া একই সময়ে ভারতের রাজধানী দিল্লিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২ জনের।

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। মঙ্গলবারের বুলেটিনে বলা হয়, পশ্চিমবঙ্গে একদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬২ জন। এ সময়, অর্থাৎ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের।

বুলেটিনে বলা হয়, কলকাতা, উত্তর২৪ পরগনাসহ ১৬টি রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু হয়নি। তবে একদিনে কলকাতায় আক্রান্ত হয়েছেন ৫৪ জন।

উল্লেখ্য, মঙ্গলবার তথ্য হালনাগাদের পর পশ্চিমবঙ্গে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ২৪ হাজার ৯৫৮। আর মৃত্যুর সংখ্যা পেরিয়েছে ১৮ হাজার ৯৫ জনে।

বিজ্ঞাপন

এদিকে ভারতে দৈনিক মোট সংক্রমণের সংখ্যাও দিন দিন কমছে। গত ২৪ ঘণ্টায় ভারতের নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ হাজারের ৬৮৯ জন— যা প্রায় সাড়ে তিন মাস পর সর্বনিম্ন। এছাড়া একদিনে ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৪১৫ জনের।

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন