বিজ্ঞাপন

গণটিকার নামে গণতামশা চলছে: এলডিপি

August 11, 2021 | 11:08 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গণটিকার নামে গণতামাশা চলছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (একাংশ) সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

নেতারা বলেন, ‘সরকারি হিসাব মতে যেখানে ২৬ কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োজন, সেখানে মাত্র সোয়া কোটি ডোজ ভ্যাকসিন নিয়ে গণপিটকা কর্মসূচি শুরু করেছে তারা। ফলে গণটিকা কার্যক্রমের শুরুতেই গণবিশৃঙ্খলা ও গণহতাশা তৈরি হয়েছে। মূলত, গণটিকার নামে গণতামাশা চলছে।’

তারা বলেন, ‘প্রতিদিন এসব টিকাকেন্দ্রে হাজার হাজার মানুষ এসে লাইনে দাঁড়াচ্ছে। কিন্তু কয়েকশ ভ্যাকসিন দেওয়ার পর বাকিদের ফেরত পাঠানো হচ্ছে। এর মধ্যেও আবার আওয়ামী কোটা আছে, ছাত্রলীগ-যুবলীগ কোটা আছে। সরকারের এই কর্মসূচি রীতিমতো সার্কাসে পরিণত হয়েছে।’

নেতারা আরও বলেন, ‘করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতা আড়াল করার চেষ্টা হিসাবেই গণটিকা নাটক। প্রয়োজনীয় প্রস্তুতি, জনবল নিয়োগ ও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে এবং দলীয়করণের ফলে গণটিকা কর্মসূচি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/পিটিএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন