বিজ্ঞাপন

অনলাইনে দেওয়া যাবে হোটেল-মোটেলের বুকিং

September 1, 2021 | 3:29 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: এখন থেকে হোটেল-মোটেলের বুকিং দেওয়া যাবে অনলাইনে। বুধবার (১ সেপ্টেম্বর) এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিংয়ের (ভার্সন-২) আওতায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের অনলাইন রিজার্ভেশন সিস্টেম ও হোটেল ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বিজ্ঞাপন

সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া।

এ সময় প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘এ সেবা ব্যবহারের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলের রুম বুকিং দেওয়া যাবে। গ্রাহকদের ফিডব্যাক দেওয়ার সুযোগও থাকবে।’

ওয়েবসাইট ছাড়াও আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে এই সেবার মোবাইল অ্যাপ চালু করা হবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে।’

বিজ্ঞাপন

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন বলেন, ‘বাংলাদেশ পর্যটন করপোরেশনের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন। অনলাইনে বুকিং সিস্টেম হওয়াতে স্বচ্ছতা বাড়বে এবং সেবার মানোন্নয়ন হবে। এতে করে পর্যটন শিল্পের উন্নয়ন হবে।’

তিনি আরও বলেন, ‘পর্যটনের সবগুলো উপকরণ বাংলাদেশে রয়েছে। সমস্থ সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন