বিজ্ঞাপন

করোনা চিকিৎসায় ওষুধ তৈরির দাবি যুক্তরাষ্ট্রের

October 2, 2021 | 9:18 am

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে পরীক্ষামূলক ওষুধ তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ওষুধের মাধ্যমে হাসপাতালে গুরুতর করোনা রোগীর ভর্তি ও মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। দীর্ঘদিন ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল পর্যালোচনা করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। খবর বিবিসি।

বিজ্ঞাপন

নতুন এই ট্যাবলেটটির নাম মলনুপিরাভির, যা রোগীকে প্রতিদিন দুই বার করে দেওয়া হয়েছিল। মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মার্ক এটি তৈরি করেছে।

মার্ক’র পক্ষ থেকে জানানো হয়েছে, এই ট্যাবলেটের ফলাফল এতই ইতিবাচক ছিল যে, বাহিরের পর্যবেক্ষকরা দ্রুতই এর ক্লিনিক্যাল ট্রায়াল বন্ধ করার আহ্বান জানিয়েছে। তাই জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করা হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই আবেদন করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা ডা. অ্যান্টনি ফৌসি বলেছেন, ‘এই ফলাফল খুব ভালো খবর।’ কিন্তু মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এ সংক্রান্ত তথ্য পর্যালোচনা না করা পর্যন্ত সবাইকে সাবধানতা অবলম্বনের আহ্বানও জানিয়েছে তিনি।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষের অনুমোদন পেলে মলনুপিরাভির হবে করোনাভাইরাস প্রতিরোধের প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ।

সারাবাংলা/এনএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন