বিজ্ঞাপন

রাজনীতি ছাড়ছেন দুতার্তে

October 2, 2021 | 5:03 pm

আন্তর্জাতিক ডেস্ক

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে।

বিজ্ঞাপন

শনিবার (২ অক্টোবর) ফিলিপিনো প্রেসিডেন্ট বলেছেন, আগামী নির্বাচনে তিনি কোন পদেই প্রতিন্দ্বন্দ্বিতা করছেন না।

এর আগে, ফিলিপাইনের জাতীয় নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

দুতার্তে বলেন, ফিলিপাইনের জনগণ তাকে যোগ্য মনে করছেন না। তাই তিনি রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। ধারণা করা হচ্ছে, মেয়ে সারাকে সুযোগ করে দিতেই রাজনীতি থেকে অবসরে যাচ্ছেন দুতার্তে।

বিজ্ঞাপন

২০১৬ সালে বিপুল ভোটে ফিলিপাইনের প্রেসিডেন্ট হন দুতার্তে। তখন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কয়েক হাজার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নির্দেশ দেন তিনি। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা একটি অভিযোগের তদন্ত চলছে।

বিবিসি বলেছে, ক্ষমতা ছাড়ার পর বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযুক্ত হতে পারেন দুতার্তে। আন্তর্জাতিক অপরাধ আদালত এবং ফিলিপাইনের মামলাগুলো থেকে নিরাপদে থাকতেই মেয়েকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাইছেন তিনি।

প্রসঙ্গত, রড্রিগো দুতার্তের মেয়ে সারা বর্তমানে ডাভাও শহরের মেয়র। ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপে সবচেয়ে এগিয়ে আছেন তিনি। সারা বলেছিলেন, বাবা ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করলে তিনি প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন না।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন