বিজ্ঞাপন

কাবুলের সামরিক হাসপাতালে বিস্ফোরণ-গুলিবর্ষণ, নিহত কমপক্ষে ১৯

November 2, 2021 | 6:07 pm

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতালে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় হাসপাতালে গুলিবর্ষণও হয়েছে। এতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪৩ জন। তালেবান নিরাপত্তাবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ নভেম্বর) কাবুলের সর্ববৃহৎ হাসপাতাল দাউদ খান সামরিক হাসপাতালে এ ঘটনা ঘটে। কাবুলের কূটনৈতিক কোয়ার্টারের পাশেই এ হাসপাতালের অবস্থান। তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে তাৎক্ষনিক নিরাপত্তা বাহিনীর বিশেষ সদস্যদের পাঠানো হয়েছে।

ঘটনাস্থলের পাশে ওয়াজির আকবর খান হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

তালেবান কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, হামলাটি আত্মঘাতী। হাসপাতালের প্রবেশ পথে এক মোটরসাইকেল আরোহী বিস্ফোরণটি ঘটায়। বিস্ফোরণের পরপরই সেখানে গুলিবর্ষণ হয়।

বিজ্ঞাপন

এ ঘটনার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন