বিজ্ঞাপন

ভারতের মন্দিরে বিজেপি নেতাদের আটকে রেখেছে কৃষকরা

November 5, 2021 | 7:07 pm

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের হরিয়ানার একটি মন্দিরে কয়েকজন বিজেপি নেতাকে আটকে রেখেছে আন্দোলনরত কৃষকরা। আটককৃতদের মধ্যে বিজেপির সাবেক মন্ত্রী মনিশ গ্রোভারও রয়েছেন।

বিজ্ঞাপন

হরিয়ানার ওই মন্দিরে ছয় ঘণ্টা ধরে আটক আছেন তারা। পুলিশ তাদের ছাড়িয়ে আনার চেষ্টা করলেও কৃষকদের বেষ্টনী ভাঙা সম্ভব হয়নি। আন্দোলনরত কৃষকদের দাবি, কৃষকদের নিয়ে করা এক আপত্তিকর মন্তব্য প্রত্যাহার করতে হবে সাবেক মন্ত্রী মনিশ গ্রোভারকে।

পুলিশ জানিয়েছে, গুরগাঁও থেকে প্রায় ৭৮ কিলোমিটার দূরে রোহতক জেলার কিলোই গ্রামের একটি মন্দিরে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্যান্য জেলা থেকে আরও পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুই বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি-হিসার জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

কৃষকরা ভারত সরকারের নতুন তিনটি কৃষি আইনের প্রতিবাদে আন্দোলন করছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন