বিজ্ঞাপন

জেরুজালেম ইস্যুতে ৫৬ মুসলিম দেশের ঐতিহাসিক ঐক্য

December 13, 2017 | 10:52 pm

এমএকে জিলানী, স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: বিশ্বের সকল মুসলিম দেশ এবার একাট্টা। জেরুজালেম ইস্যুতে এই প্রথম মুসলিম রাষ্ট্রগুলো পরস্পরের প্রতি হিংসা-বিদ্বেষ এড়িয়ে একমতে পৌঁছে সংহতি প্রকাশ করেছে। দুই প্রভাবশালী মুসলিম দেশ সৌদি আরব এবং ইরান এক হয়েছে। বিশ্বের ৫৬ টি মুসলিম দেশ একজোট হয়ে বলেছে, জেরুজামেলকে ইসরাইলের রাজধানী করতে যুক্তরাষ্ট্রের দেয়া ঘোষণা অবিলম্বে বাতিল করতে হবে।

তুরস্কের ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনে এই অভূতপূর্ব ঘটনা ঘটেছে।

ওআইসির সম্মেলনে অংশ নেয়া বাংলাদেশের এক কূটনীতিক সারাবাংলাকে জানান, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র কেনার চুক্তি বাতিল করেছে সৌদি আরব। বাহরাইন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে করা প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবাদের অংশ হিসেবে পাকিস্তান তার দেশ থেকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। ইন্দোনেশিয়া প্রতিবাদের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সকল প্রকার ব্যবসা বাণিজ্য বাতিলের ঘোষণা দিয়েছে।

এসব ঘোষণা ও সকল মুসলিম দেশের এক সিদ্ধান্তে পৌঁছার এই ঘটনাকে ঐতিহাসিক ঐক্য হিসেবেই উল্লেখ করেছেন ওই কূটনীতিক। তিনি বলেন, এমন ঐক্য আর কখনোই দেখা যায়নি।

সারাবাংলা/জেআইএল/এমএমকে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন