বিজ্ঞাপন

স্বর্ণ না জিতলেও আর্চারিতে ইতিহাস গড়লেন দিয়া-রুবেল

November 19, 2021 | 12:35 pm

স্পোর্টস ডেস্ক

২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে শুক্রবার সমাপনী দিনের তৃতীয় ইভেন্ট রিকার্ভ মিক্সড ডাবলসের ফাইনালে উঠেই ইতিহাস গড়েন বাংলাদেশের রুবেল-দিয়া জুটি। ফাইনালে কোরিয়ার কাছে হেরে গেছেন বাংলাদেশের আর্চার জুটি হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী।

বিজ্ঞাপন

এশিয়ান আর্চারি চ্যাম্পিনশিপে প্রথমবারের মতো কোনো ইভেন্টের ফাইনালে ওঠা বাংলাদেশের প্রতিপক্ষ ছিল কোরিয়ার রিউ সু জুং-লি সিউং ইউন জুটি।

শুক্রবার আর্মি স্টেডিয়ামে বেলা সাড়ে ১১টায় রিকার্ভ দ্বৈত মিশ্র ইভেন্টে কোরিয়ার কাছে ১-৫ পয়েন্টে হেরে গেছে বাংলাদেশের দিয়া-রুবেল জুটি। ফলে জেতা হয়নি স্বর্ণ।

গত মঙ্গলবার তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে বাংলাদেশের রুবেল ও দিয়া জুটি ৫-৪ সেট পয়েন্টে ভারতের আঙ্কিতা ভক্ত-কপিল জুটিকে হারিয়ে ফাইনালে ওঠে।

বিজ্ঞাপন

এর আগে বুধবার রিকার্ভ দলগত মহিলা ও পুরুষ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে এশিয়ান আসরে প্রথমবারের মতো পদক তলিকায় নাম লেখায় বাংলাদেশের আর্চাররা।

গত মে মাসে সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড কাপ (স্টেজ-টু) আর্চারির ফাইনালে খেলেন দিয়া সিদ্দিকী ও রোমান সানা জুটি। সেবারও স্বর্ণ বঞ্চিত হয় বাংলাদেশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন