বিজ্ঞাপন

লাশের রাজনীতির চেষ্টায় আমার বাসভবনে হামলা: ঢাবি ভিসি

April 9, 2018 | 10:58 am

।। স্পেশাল  করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা : কোটা সংস্কার আন্দোলন চলাকালে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা-ভাঙচুর ‘প্রশিক্ষিত বাহিনীর’ কাজ বলে মন্তব্য করেছে ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান।

তিনি বলেন, ‘আমি রাতে বাসভবনেই ছিলাম। আমাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। প্রথমে তারা বাসভবনের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ভাঙচুর করে। এতে বোঝা যায় তারা প্রশিক্ষিত এবং কোনোভাবেই তারা আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারে না।’

সোমবার (৯ এপ্রিল) সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য এ কথা বলেন।

বিজ্ঞাপন

উপাচার্য বলেন, ‘আন্দোলনকারীদের সঙ্গে আমার দুই দফা কথাও হয়েছিল। আমি তাদের বলেছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে। আশা করি বিষয়টির সুষ্ঠু সমাধান হবে। তারপরও আমার বাসভবনে হামলা করা হয়েছে, এ সময় তারা মুখোশ পরে ছিলেন।’

‘লাশের রাজনীতি চরিতার্থ করার জন্যই এ হামলা চালানো হয়েছে’ বলেন ভিসি।

তিনি আরও বলেন, ‘মুখোশ পরা একদল ব্যক্তি গেট ভেঙে বাসার ভেতরে প্রবেশ করল। তখনই বুঝতে পারলাম যে আমাদের জন্য ভয়াবহ তাণ্ডব অপেক্ষা করছে। আমরা যখন নিচে নেমে আসলাম, তখন আরেকটি দল এসে ভাঙচুরে অংশ নেয়। আল্লাহর রহমতে প্রাণে বেঁচে গেছি।’

বিজ্ঞাপন

হামলার সময় পুলিশের সহায়তা চেয়েছিলেন কি না সাংবাদিকরা জানতে চাইলে ভিসি বলেন, ‘না। পুলিশকে জানায়নি। হামলার সময় ধৈর্য্য ধারণ করেছি। আমি শিক্ষক, মাথা গরম করলে চলে না।’

বাসভবনে হামলার ঘটনায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন কি না জানতে চাইলে ঢাবি ভিসি বলেন, ‘না। মামলা করার সিদ্ধান্ত নিইনি। আমরা বিষয়টির শান্তিপূর্ণ সমাধান চাইছি। আমি আমার ছাত্রদের বিরুদ্ধে মামলা করতে চাই না।’

সারাবাংলা/জেডএফ/একে

আরও পড়ুন

বিজ্ঞাপন

‘হলে ফিরছি, তবে ছাত্রদের পাশে আছি’
এবার ছাত্রীদের ওপর চড়াও ছাত্রলীগ, ঢাবি ক্যাম্পাসে র‌্যাব
কার্জন হলেও দাঁড়াতে পারলেন না আন্দোলনকারীরা
আন্দোলন দমাতে পুলিশ-ছাত্রলীগ, ঢাবি ক্যাম্পাসে ভীতি-উত্তেজনা
পুলিশি হামলার প্রতিবাদে হল ছেড়ে রাস্তায় ঢাবি ছাত্রীরা
শাহবাগ থেকে আন্দোলনকারীরা ঢাবিতে, সংঘর্ষ চলছেই
কাঁদুনে গ্যাসে ছত্রভঙ্গ শাহবাগে আন্দোলনকারীরা
কোটা সংস্কার: মহাসড়কে আন্দোলনকারীরা
কোটা সংস্কারের দাবিতে শাহবাগে আন্দোলন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন