বিজ্ঞাপন

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায়

December 15, 2021 | 11:36 am

সারাবাংলা ডেস্ক

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বিজ্ঞাপন

বুধবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী বিশেষ বিমানটি হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর তারা শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রপতি হিসেবে কোবিন্দের এটাই প্রথম বাংলাদেশে রাষ্ট্রীয় সফর।

এর আগে বুধবার (১৫ ডিসেম্বর) সকালে এক টুইট বার্তায় ভারতের রাষ্ট্রপতির কার্যালয় তার বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার খবর জানিয়েছিলেন। এ সফরকে স্বাগত জানিয়েছেন কূটনীতি বিশেষজ্ঞরা। তারা বলছেন, এ সফর দুই দেশের সরকার ও জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ঢাকা সফরে রামনাথ কোবিন্দ, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন প্রত্যাশা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পাশাপাশি বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কেরও ৫০ বছর পূর্ণ হলো এ বছর। এই সময়েই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের সফরে ঢাকা এসেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এটি তার প্রথম বাংলাদেশ সফর। তার সফরকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ মনে করছেন কূটনীতি বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন