বিজ্ঞাপন

মাহমুদউল্লাহ-তামিমের ব্যাটে ঢাকার বড় সংগ্রহ

February 1, 2022 | 2:45 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

দারুণ ফর্মে থাকা মিনিস্টার ঢাকার ব্যাটিং লাইনআপ জ্বলে উঠল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেও। বঙ্গবন্ধু অষ্টম বিপিএলের ১৫তম ম্যাচে আগে ব্যাটিং করে ১৮১ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ঢাকা। ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দলটির অধিনায়ক মাহমুদউল্লাহ। ফর্মে থাকা তামিম ইকবাল করেছেন ৪৫ রান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা ঢাকার শুরুটা ভালো হয়নি। আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ ফিরে যান ৬ রানেই। তিনে নামা ইমরানুজ্জামানও (১৫) সুবিধা করতে পারেননি। তবে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম খেলেছেন তামিমের মতো করেই।

শুরুতে মোস্তাফিজুর রহমানের বিপক্ষে স্বাভাবিক গতিতে রান তুলতে না পারলেও পরে করিম জানাতদের নাচিয়ে ছেড়েছেন তামিম। তরুণ স্পিনার তানভির ইসলামকে হাঁকাতে গিয়ে করিম জানাতের হাতে ক্যাচ দেওয়ার আগে ৩৫ বলে ৪৬ রান করেছেন দেশসেরা ওপেনার। চার মেরেছেন ২টি, ছক্কা ৩টি।

বাকি সময়টা ছিল ব্যাট হাতে মাহমুদউল্লাহর দাপট। শুরু থেকেই ছন্দময় ব্যাটিং করা ঢাকার অধিনায়ক অপরাজিত ছিলেন শেষ অবদি। ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রানে ঢাকা যখন থামল মাহমুদউল্লাহ তখন ৪১ বলে ৭০ রানে অপরাজিত। তিনি চার মেরেছেন ৩টি, ছক্কা ৪টি। এছাড়া আন্দ্রে রাসেল ৭ বলে ১টি করে চার-ছয়ে করেছেন ১১ রান।

বিজ্ঞাপন

কুমিল্লার হয়ে তানভির ইসলাম ৩৬ রান খরচায় নিয়েছেন দুই উইকেট। ৪ ওভারে ২৬ রান খরচায় এক উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন