বিজ্ঞাপন

ত্রিদেশীয় সিরিজ দিয়েই শুরু বাংলাদেশের নতুন বছর

December 14, 2017 | 6:25 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

জানুয়ারিতে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট, টি-টোয়েন্টির সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল আগেই। সেই সূচি আনুষ্ঠানিক হয়েছে অবশেষে, ত্রিদেশীয় সিরিজ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের নতুন বছর। জানুয়ারির ১৫ থেকে শুরু এই ত্রিদেশীয় সিরিজে অন্য দলটি জিম্বাবুয়ে। এরপর শ্রীলঙ্কার সঙ্গে দুই টেস্টের সিরিজ শেষে হবে দুইটি টি-টোয়েন্টি।

১০ জানুয়ারি জিম্বাবুয়ে আসছে বাংলাদেশে, শ্রীলঙ্কা আসছে তিন দিন পর। ১৫ তারিখ থেকে শুরু ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে প্রতিটি দল নিজেদের সঙ্গে মুখোমুখি হবে দুইবার করে। ২৭ জানুয়ারি হবে ফাইনাল। দিবারাত্রির সবকটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

এরপর ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হবে শ্রীলঙ্কার সঙ্গে প্রথম টেস্ট। ৮ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ম্যাচ আবার মিরপুরে। ১৫ ফেব্রুয়ারি মিরপুরেই হবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি। এরপর ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি হবে সিলেটে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এমআরপি/১৪ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন