বিজ্ঞাপন

শস্য রফতানিতে সাময়িক নিষেধাজ্ঞা রাশিয়ার

March 15, 2022 | 8:10 pm

আন্তর্জাতিক ডেস্ক

ইউরেশিয়ান ইকোনোমিক জোনের (ইএইইউ) দেশগুলোতে খাদ্যশস্য রফতানিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। উৎপাদন হ্রাস ও ইউক্রেন যুদ্ধ ইস্যুতে সৃষ্ট চাপে খাদ্যসংকটের আশঙ্কায় এমন সিদ্ধান্ত মস্কোর।

বিজ্ঞাপন

সোমবার রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিনের স্বাক্ষরিত এক সরকারি আদেশে ইএইইউ দেশগুলোতে গম, রাই, বার্লি এবং ভুট্টা রফতানিতে নিষেধাজ্ঞা জারি হয়। আগামী ৩০ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ইউরেশিয়ান ইকোনোমিক জোনের দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার প্রতিবেশী আর্মেনিয়া, বেলারুশ, কাজাখিস্তান ও কিরিগিস্তান।

বিশ্বের শীর্ষ শস্য রফতানিকারক দেশ রাশিয়া। তবে চলতি কৃষি বছরে (১ জুলাই ২০২১- ১০ মার্চ ২০২২) দেশটিতে বৈরী আবহাওয়ার কারণে শস্যের উৎপাদন আশানুরূপ হয়নি। এর ফলে দেশটির মোট শস্য রফতানিও হ্রাস পেয়েছে।

বিজ্ঞাপন

অভ্যন্তরীণ উৎপাদন হ্রাস ও ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ায় শস্যের চাহিদা পূরণে বিপাকে পড়তে পারে সরকার। ফলে শস্য রফতানিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে ক্রেমলিন। এতে বিশ্ববাজারে খাদ্যের দর বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন