বিজ্ঞাপন

মার্কিন কংগ্রেসে ভাষণ দিলেন জেলেনস্কি, চাইলেন আরও সহায়তা

March 16, 2022 | 7:52 pm

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। ভার্চুয়ালি দেওয়া ভাষণে বর্তমান সময়কে ইউক্রেনের জন্য ‘সবচেয়ে অন্ধকার সময়’ বলে আখ্যায়িত করেছেন জেলেনস্কি। এসময় তিনি যুক্তরাষ্ট্রের কাছে ইউক্রেনের আকাশ-প্রতিরক্ষার জন্য আরও সামরিক সহায়তা চেয়েছেন।

বিজ্ঞাপন

জেলেনস্কি ইউক্রেনের আকাশসীমাকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করার জন্য যুক্তরাষ্ট্রকে ফের তাগিদ দিয়েছেন। এসময় তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এটি (নো ফ্লাই জোন ঘোষণা) কি খুব বড় কোনো চাওয়া?’

যুক্তরাষ্ট্র ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন ঘোষণা না করতে চাইলে বিকল্পভাবেও সহায়তা করতে পারে বলে জানিয়েছেন জেলেনস্কি। তিনি ইউক্রেনের আকাশ শত্রুমুক্ত রাখতে আরও বেশি প্রতিরক্ষা সরঞ্জাম সহায়তা দাবি করেছেন। এছাড়া রুশ রাজনীতিবিদদের উপর নিষেধাজ্ঞা আরও বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট তার দেশে রুশ আগ্রাসনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পার্ল হারবারে হামলা ও ৯/১১ টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করেছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘১১ সেপ্টেম্বরের কথা স্মরণ করুন, ২০০১ সালের এই দিনে শয়তান যখন আপনাদের স্বাধীন শহর দখলের চেষ্টা করেছিল। আমাদের দেশ এখন প্রতিদিন এমন অভিজ্ঞতার শিকার হচ্ছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন