বিজ্ঞাপন

৪০তম বিসিএসের ফল প্রকাশ

March 30, 2022 | 2:47 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। বুধবার (৩০ মার্চ) দুপুরে এই ফল প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সোহরাব হোসাইন জানান, বুধবার (৩০ মার্চ) দুপুরে এই ফল প্রকাশ করা হয়েছে।

এর আগে, ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এরমধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০২১ সালের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন।

বিজ্ঞাপন

এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এর মধ্যে সবচেয়ে বেশি ৮০০ জনকে নিয়োগ দেয়া হবে শিক্ষা ক্যাডারে। প্রশাসন ক্যাডারে নিয়োগ পাবে ২০০ জন, পুলিশের এএসপি পদে ৭২ জন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ২৫ জনকে, কর ক্যাডারে ২৪, শুল্ক আবগারিতে ৩২ জনকে নিয়োগ দেয়া হবে।

তবে আজকের প্রকাশিত ফলাফলে কোন ক্যাডারে কতোজন নিয়োগের সুপারিশ পেয়েছেন সে বিষয়ে এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/এনএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন