বিজ্ঞাপন

ডিএসইতে ব্লক মাকের্ট লেনদেন ৪৪ কোটি টাকা

April 19, 2022 | 9:37 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় ৩৬টি কোম্পানির মোট ৭৫ লাখ ৮৪ হাজার ৭৭৬টি শেয়ার বেচাকেনা হয়। মঙ্গলবার (১৯ এপ্রিল) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

ডিএসই সূত্র জানায়, মঙ্গলবার ব্লক মার্কেটে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়াও প্রিমিয়ার ব্যাংক ৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আনোয়ার গ্যালভানাইজিং ৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

অন্যদিকে ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্নি সিসটেমস, আল-হাজ্ব টেক্সটাইল, এএমসিএল প্রাণ, আনোয়ার গ্যালভানাইজিং, বিএটিবিসি,বিডিকম, বিকন ফার্মা, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল, ইবনে সিনা, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, যমুনা ব্যাংক, লাভেলো আইসক্রিম, ম্যারিকো বাংলাদেশ, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ওরিয়ন ফার্মা, প্রগতি ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, প্রভাতি ইনসুরেন্স, রংপুর ফাউন্ডারি, আরডি ফুড, রেনেটা, রবি, সোনালী পেপার, ইউনিয়ন ব্যাংক, ইউনিয়ন ইন্স্যুরেন্স ও উত্তরা ব্যাংক লিমিটেড।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন