বিজ্ঞাপন

দক্ষিণ সিটির রাজস্ব জমা নেবে মধুমতি ব্যাংক

April 17, 2018 | 8:59 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: দেশের প্রথম বেসরকা‌রি বাণি‌জ্যিক ব্যাংক হিসেবে ঢাকা দ‌ক্ষিণ সি‌টি‌ ক‌রপোরেশ‌নের (ডিএস‌সি‌সি) হো‌ল্ডিং ট্যাক্সসহ যাবতীয় রাজস্ব এখন থেকে মধুম‌তি ব্যাংক জমা নেওয়া হবে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপু‌রে এই বিষয়ে ব্যাংকের সঙ্গে একটি চুক্তি সই করে দক্ষিণ সিটি ক‌রপোরেশ‌নের (ডিএস‌সি‌সি)।

এই উদ্যোগের প্রাথমিক পদক্ষেপ হিসেবে এদিন রাজধানীর খিলগাঁও এলাকায় সিটি ক‌রপোরেশ‌নের কার্যালয়ে রাজস্ব জমা দেওয়ার এক‌টি বুথ উদ্বোধন ক‌রা হয়।

বিজ্ঞাপন

ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম এবং ডিএসসিসির সিইও খান মোহাম্মদ বিলাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে ডিএস‌সি‌সি প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, খিলগাঁও কার্যাল‌য়ের আঞ্চ‌লিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু নঈম, মধুম‌তি ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবীর, ব্যবস্থাপনা প‌রিচালক মো. সফিউল আজম, সি‌নিয়র এ‌ক্সি‌কিউ‌টিভ ভাইস প্রে‌সি‌ডেন্ট শাহীন হাওলাদারসহ মধুম‌তি ব্যাংক ও ডিএস‌সি‌সি এর উর্ধ্বতন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জোন-৩ এ মধুমতি ব্যাংক এই সু‌বিধা ইতোমধ্যে চালু করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর/এমআইএস/

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন