বিজ্ঞাপন

চবিতে ঢাবির ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৬৭ পরীক্ষার্থী

June 3, 2022 | 7:25 pm

চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতেই অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম বিভাগের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে অনুপস্থিত ছিলেন ৬৭ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জুন) সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়। শিক্ষার্থীদের অনুপস্থিতির তথ্য চবি প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া নিশ্চিত করেছেন।

প্রক্টর রবিউল হাসান বলেন, আমাদের ক্যাম্পাসে ৪ হাজার ৫৩ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থীর বিপরীতে অংশ নিয়েছেন ৩ হাজার ৯৮৬ জন। অনুপস্থিত ছিলেন ৬৭ জন। পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় গ-ইউনিট ভর্তি কমিটির চবি কো-অর্ডিনেটর ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো হেলাল উদ্দিন নিজামী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ-ইউনিট চট্টগ্রাম অঞ্চলের কো-অর্ডিনেটর ড. আশীষ তালুকদার, চবি বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতি, প্রক্টর ও সহকারী প্রক্টরসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা /সিসি/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন