বিজ্ঞাপন

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, ৬৩ চরে বন্যার শঙ্কা

June 12, 2022 | 7:11 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

লালমনিরহাট: দিন দিন তিস্তা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। উজানের ঢলে তিস্তায় পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁইছুঁই। তিস্তায় বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

পানি বেড়ে যাওয়ায় ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে পাউবো কর্তৃপক্ষ। তিস্তার পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে। তিস্তার চর অঞ্চলের ৬৩ চরের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি দেখা দিয়েছে ভাঙন।

রোববার (১২ জুন) দুপুর দু’টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২.৫৩ সেন্টিমিটার। যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচে (স্বাভাবিক ৫২.৬০ সেন্টিমিটার) দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ব্যারাজ রক্ষায় ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্র জানায়, রোববার সকাল ৬টা থেকে থেকে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ব্যারাজ পয়েন্টে ৫২.৪৫ সেন্টিমিটার, সকাল ৯টায় পয়েন্টে ৫২.৫০ সেন্টিমিটার, দুপুর দুইটায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

তিস্তাপারের জেলে কদম আলী জানান, গত ১৫ দিন থেকে তিস্তার পানি বেশি। তিস্তার পানি বৃদ্ধির ফলে জেলেরা মাছ ধরতে পারছেন না।

হাতিবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, ‘বন্যা কবলিত মানুষের জন্য প্রস্তুত রয়েছি।’

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, ‘তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁই ছুঁই অবস্থান করছে। তবে উজানে ভারি বৃষ্টিপাত না হওয়ায় তিস্তার পানি কমে যেতে পারে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তাহলে ব্যাংকে কি মাস্তান-মাফিয়ারা ঢুকবে?— কাদেরকে রিজভীর প্রশ্নরাখাইনে রোহিঙ্গাদের গ্রহনযোগ্যতা ও আরাকান আর্মিব্যাটারিচালিত যানবাহন বন্ধের ঘোষণায় সিপিবি’র ক্ষোভভিয়েতনাম মুক্তিসংগ্রামের অবিসংবাদিত কিংবদন্তি হো চি মিনমেট্রোরেলে ভ্যাট যাত্রীর ওপর চাপবে, পুনর্বিবেচনার অনুরোধ‘বৈষম্যমূলক’ পেনশন ব্যবস্থা প্রত্যাহারের দাবি বুয়েট শিক্ষকদের‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধবিজয়ীদের ‘এসএমই উদ্যোক্তা পুরস্কার’ দিলেন প্রধানমন্ত্রী৬ বছর পর কুবিতে অনুষ্ঠিত হলো ছায়া জাতিসংঘ সম্মেলন সব খবর...
বিজ্ঞাপন