বিজ্ঞাপন

বৃষ্টি বাগড়ায় বাতিল উইন্ডিজ-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি

July 3, 2022 | 3:34 am

স্পোর্টস ডেস্ক

ডমিনিকায় বৃষ্টি বাগড়ায় ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বাতিলের ঘোষণা দিয়েছেন আম্পায়াররা। দফায় দফায় বৃষ্টির হানায় শেষ পর্যন্ত আর খেলা মাঠে গড়াতে পারেনি। বাংলাদেশের ইনিংসের ভেতরেই দুইবার বাগড়া দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত কাট-অফ টাইমে ৫ ওভারের ম্যাচ আয়োজনের কথা থাকলেও দুই অধিনায়কের সঙ্গে আলোচনার পর ম্যাচ বাতিলের সিদ্ধান্ত জানান দুই আম্পায়ার।

বিজ্ঞাপন

বৃষ্টির কারণে মাঠ প্রস্তুত না হওয়ায় খেলা শুরু হয় নির্ধারিত সময়ের পৌনে দুই ঘণ্টা পর। এরপর টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। সাকিব আল হাসানের ঝড়ো ২৯ রানের পর শেষ দিকে নুরুল হাসান সোহানের ১৬ বলে ২৫ রানের টর্নেডো ইনিংস। আর তাতেই নির্ধারিত ১৩ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০৫ রান। এরপর ম্যাচে দ্বিতীয়বারের মতো বৃষ্টির আগমন। এর বাগে ৮ম ওভারে খেলা চলাকালীন বৃষ্টির হানায় প্রায় ৩৪ মিনিট খেলা বন্ধ থাকে। এতে ২ ওভার কেটে খেলা ১৪ ওভারে নির্ধারণ করা হয়।

ক্যারিবীয় দ্বীপে ব্যাট হাতে বাংলাদেশের রান খরা চলছেই। টেস্ট সিরিজে ব্যাটিং ব্যর্থতার পর টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেও ব্যর্থ টাইগার ব্যাটাররা। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল তিন ব্যাটার। দীর্ঘদিন পরে ফেরা এনামুল হক বিজয়ের ১৬ এর পর সাকিব আল হাসানের ঝড়ো ২৯ আর শেষ দিকে সোহানের ১৬ বলে ২৫ রানের ইনিংস। এছাড়া ব্যর্থ হয়ে ফিরেছেন ওপেনার মুনিম শাহরিয়ার (২), লিটন দাস (৯), মাহমুদউল্লাহ রিয়াদ (৮) এবং আফিফ হোসেনও (০)।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রোমারিও শেপার্ড। দুটি উইকেট নেন হেইডেন ওয়ালস। আর একটি করে উইকেট নেন আকিল হোসেন, ওবেদ ম্যাককয় এবং ওডেন স্মিথ।

একই ভেন্যুতে রোববার (৩ জুলাই) দুই দলের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন