বিজ্ঞাপন

‘বানভাসিরা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না’

July 4, 2022 | 6:01 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বানভাসিরা পর্যাপ্ত পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী পাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ত্রাণ কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ ‍টুকু।

বিজ্ঞাপন

সোমবার (৪ জুলাই) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘সারাদেশে বন্যার্ত ও বানভাসি মানুষ না খেয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। সরকার পর্যাপ্ত অর্থ বরাদ্ধ দিতে পারছে না। বন্যার্ত মানুষরা সরকারি রিলিফ পাচ্ছে না।’

‘সাধারণ মানুষদের জিজ্ঞাসা করলে তারা হাত তুলে বলেছে যে, আমরা সরকারি ত্রাণ পাই নাই,’— বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জনগণের কল্যাণ এখন আর এই সরকারের লক্ষ্য নয়। মেগা প্রজেক্টে তাদের মনোযোগ। কারণ সেখানেই লাভ বেশি, মুধ বেশি। এখন এই মেগা প্রজেক্টগুলো দুর্নীতি আর টাকা পাচারের উৎস হয়ে উঠেছে।’

সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ফেনী, কুড়িগ্রামসহ বিভিন্ন স্থানে বিএনপি নেতাদের ত্রাণ বিতরণে ক্ষমতাসীন দল বাধা দিয়েছে— এমন অভিযোগ ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বন্যা কবলিত এলাকায় বানভাসি মানুষের হাহাকারে যখন আকাশ-বাতাশ ভারী হয়ে উঠেছে, বন্যার্তদের জন্য সরকারি সাহায্য যখন নিতান্তই অপ্রতুল। সেই সময় বিএনপিকে ত্রাণ সামগ্রী দিতে বাধা দিচ্ছে ওরা। লাঠিসোঠা ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিতে ত্রাণ বিতরণের প্রস্তুতি সভায় হামলা চালাচ্ছে, আমাদের নেতাকর্মীদের আহত করছে।

তিনি বলেন, ‘বন্যা কবলিত এলাকায় শুধু ত্রাণের অভাবই নয়, সেখানে ওষুধপত্রের অভাব প্রকট আকার ধারণ করেছে। না গেলে বোঝা যাবে না। সেখানে ভয়াবহ অবস্থা। বন্যা কবলিত হাওর এলাকায় চর্ম রোগ হচ্ছে। ওষুধের অভাবে বন্যার্তরা হলুদ আর কেরোসিন তেল লাগাচ্ছে গায়ে।’

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে টুকু বলেন, ‘আমরা যেখানে গেছি, সরকারি ত্রাণ দেখি নাই। আমরা যাচ্ছি, সরকারি কর্মকর্তারা ফেরত আসছে বা যাচ্ছে— এরকম কোনো গাড়ি বা নৌকা হাওর এলাকায় দেখি নাই।’

তিনি বলেন, ‘আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ অধিকার দিচ্ছি। এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। আমাদের স্থায়ী কমিটির সদস্যরা ত্রাণ দিতে প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ছাত্রদলসহ সব অঙ্গসংগঠন এখন বন্যার্তদের পাশে রয়েছে।’

টুকু বলেন, ‘গণমানুষের দল হিসেবে বিএনপি এরই মধ্যে লক্ষাধিক পরিবারকে নানাভাবে সহযোগিতা করেছে। পানিবন্দি মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাওয়া, ত্রাণ বিতরণ, চিকিৎসা, ওষুধপত্র বিতরণ, গৃহনির্মাণ, কৃষকদের সহযোগিতা, বীজতলা সরবারহ প্রভৃতির মাধ্যমে বন্যার্তদের সহযোগিতা করছি। এই কার্যক্রম আমাদের অব্যাহত আছে, থাকবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী ও ত্রাণ বিষয়ক সম্পাদক আমীনুর রশিদ ইয়াসিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন