বিজ্ঞাপন

তেল, সারের মূল্যবৃদ্ধি এবং ভোলায় গুলি করে হত্যায় বাসদের নিন্দা

August 6, 2022 | 4:51 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জ্বালানি তেল ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি এবং ভোলায় গুলি করে দুই জন আন্দোলনকারীকে হত্যার নিন্দা জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

বিজ্ঞাপন

শনিবার (৬ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্ববাজারে যখন তেলের দাম নিম্নমুখী প্রবণতায় রয়েছে তখন তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কৃষি, শিল্প, পরিবহনসহ সমস্ত ক্ষেত্রে ব্যয় বাড়িয়ে সাধারণ নাগরিকের জীবনকে দুর্বিষহ করে তুলছে সরকার। দুর্নীতি ও লুটপাটের বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দুর্বৃত্ত তোষণের রাজনীতি চলছে।

ভোলায় বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও দুইজনের হত্যার নিন্দা করে তিনি দমন পীড়নের পথ পরিহার করার আহ্বান জানান। বিরোধী দল-মতের প্রতি দমন পীড়ন আর জনগণের উপর নিপীড়ন চালিয়ে অতীতে কোনো শাসক রেহাই পায়নি উল্লেখ করে তিনি বলেন, দমন পীড়ন ও লুণ্ঠনের পথ পরিহার করুন।

বাঁচার দাবিতে তেল, সার ও পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে সোচ্চার হওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন