বিজ্ঞাপন

রাজধানীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আহত ৫

October 14, 2022 | 3:15 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় সিএনজি ও বিআরটিসি বাসে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাচালকসহ পাঁচ যাত্রী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দিলকুশার বকচত্বর এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহতরা হলেন- রাশেদা বেগম (৫০), মেয়ে লিমা আক্তার (২০), লিমার ছেলে জিসান (৫), লিমার খালাতো বোন খাদিজা আক্তার (২২),ও সিএনজি চালক রাজিব (৩৭)।

আহত লিমা জানান, তাদের বাড়ি গ্রাম শৈলজানি, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার শৈলজানি গ্রামে। বাবার নাম শমশের আলী। বর্তমানে কেরানীগঞ্জের আবব্দুল্লাহপুর এলাকায় থাকে। গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল।

বিজ্ঞাপন

লিমা জানান, সকালে তারা গ্রাম থেকে ট্রেনে ঢাকার কমলাপুরে নামেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশা করে কেরানীগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে মতিঝিলের বকচত্বরের সামনে একটি বাসের সঙ্গে তাদের সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে তারা আহত হন।

পথচারী কালাচান ভুইয়া জানান, মতিঝিল বকচত্বরে মোড়ে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় চালকসহ পাঁচ জন আহত হয়। আশপাশের লোকজন তাদেরকে ঢামেকে নিয়ে গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত পাঁচ জনের মধ্যে সিএনজিচালিত অটোরিকশার চালকের আবস্থা আশঙ্কাজনক। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এনইউ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন