বিজ্ঞাপন

পরীমণির মাতৃত্ব নিয়ে ‘নতুন জন্মের গল্প’!

October 23, 2022 | 4:27 pm

আহমেদ জামান শিমুল

জনপ্রিয় নায়িকা পরীমণি এবার কাহিনিকার। তার গল্পে ‘নতুন জন্মের গল্প’ নির্মাণ করেছেন সাংবাদিক ও কবি রুদ্র হক। সাধারণত এধরনের ঘোষণার পর জিজ্ঞাসা থেকে কবে থেকে শুটিং হবে। তবে পরিচালক জানালেন এটি ইতোমধ্যে নির্মিত হয়ে গেছে। বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

বিজ্ঞাপন

তাহলে কবে কখন, কীভাবে নির্মিত হলো— এমন প্রশ্ন এসেই যায়। রুদ্র হক রহস্য রেখেই বললেন, ‘সবার চোখের সামনেই আমরা নির্মাণ করেছি। এ বছরেই এর শুটিং হয়েছে।’

এসময়ে তো পরীমণি ‘রাজ্য’-এর মা হয়েছেন। ওইসময়ে তিনি কোনো ছবির শুটিং করেননি। তাহলে কি আমরা ধরেই নিতে পারি না এটি পরীমণির মাতৃত্ব নিয়ে। সন্দেহ আরও বেশি করা যাচ্ছে কারণ মাতৃত্ব যে কোনো নারীকে নতুন জন্ম দেয়। আবার ছবিটির নামও ‘নতুন জন্মের গল্প’। এমন জোর গুঞ্জন নিয়ে রুদ্র বলেন, ‘গল্প কী নিয়ে তা আমি বলতে চাই না। তাছাড়া কীভাবে কখন নির্মাণ হয়েছে তা তো বলবোই না। একই সঙ্গে এটি কি প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য নাকি পূর্ণদৈর্ঘ্য তাও বলবো না।’

ছবিতে পরীমণিসহ তিনজন অভিনয় করেছেন। তারা কারা? এটাও বলতে রাজি না। তবে পরিচালক যেহেতু পরীর জীবনসঙ্গী শরিফুল রাজের সঙ্গেও তার ফেসবুকে ছবি দিয়েছেন, সেহেতু ধরে নেওয়া যায় তিনিও আছেন এতে।

বিজ্ঞাপন

তবে সকল রহস্যের উন্মোচিত হবে সোমবার (২৪ অক্টোবর) পরীমণির জন্মদিনের অনুষ্ঠানে। ‘পরিচালক হিসেবে আমি এর বেশি এখন বলবো না। জন্মদিনের অনুষ্ঠানে আসুন ওখানেই সকল রহস্যের উন্মোচন করা হবে।’

সবশেষে জানতে চাওয়া হয়েছিলো ছবির প্রযোজক কে? রুদ্র হেসে বললেন, ‘প্রকৃতি। আমি কিন্তু মজা করছি না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন