বিজ্ঞাপন

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ১০০

October 30, 2022 | 5:17 pm

আন্তর্জাতিক ডেস্ক

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি ব্যস্ত মোড়ে শনিবার (২৯ অক্টোবর) জোড়া গাড়ি বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। রোববার (৩০ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ এ তথ্য জানান। খবর বিবিসির।

বিজ্ঞাপন

বোমা হামলা স্থল পরিদর্শনের পর তিনি বলেন, ‘এখন পর্যন্ত ১০০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩০০ জন। হতাহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।’

সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে একটি হামলায় বন্দুকযুদ্ধের পর ব্যস্ত জোবে জংশনের কাছে কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি বিস্ফোরিত হয়। বিকেলের বিস্ফোরণে আশেপাশের বিল্ডিংয়ের জানালার কাঁচ ভেঙে যায়, ধারালো টুকরোগুলো আশপাশে এবং বাতাসে ধোঁয়া ও ধুলো ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, হামলাটি যে ব্যস্ত মোড়ে ঘটে সেখানে ২০১৭ সালের ১৪ অক্টোবর বিস্ফোরক ভর্তি একটি ট্রাক বিস্ফোরণ ঘটানো হয়। ওই সময় ৫১২ জন নিহত এবং ২৯০ জনেরও বেশি আহত হন।

বিজ্ঞাপন

হাসান শেখ মোহাম্মদ ঘটনাটিকে মর্মান্তিক ‘ইতিহাস’ হিসাবে বর্ণনা করে বলেন, ‘এটি একই জায়গা ঘটে এবং একইভাবে নিরীহ মানুষের মৃত্যু হয়েছে।’

ইসলামপন্থি গোষ্ঠী আল-শাবাবকে উল্লেখ করে তিনি বলেন,‘এটা ঠিক হয়নি। আল্লাহর ইচ্ছায় তাদের আর একটিও জোবে হামলার ঘটনা সংঘটিত করার ক্ষমতা থাকবে না।’

জানা গেছে, জিহাদিরা প্রায় ১৫ বছর ধরে বিদেশি মদদপুষ্ট ভঙ্গুর সরকারকে উৎখাত করতে চাইছে। এই যোদ্ধাদের ২০১১ সালে আফ্রিকান ইউনিয়নের একটি বাহিনী রাজধানী থেকে বিতাড়িত করেছিল। কিন্তু গোষ্ঠীটি এখনও গ্রামাঞ্চলের বিস্তৃীর্ণ অংশ নিয়ন্ত্রণ করে। তারা বিভিন্ন সময় সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন