বিজ্ঞাপন

সাকিব কাণ্ড ছাপিয়ে বরিশালের দারুণ জয়

January 10, 2023 | 5:10 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

নবম বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে ১৯৪ রান করেও জিততে পারেনি ফরচুন বরিশাল। দ্বিতীয় ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়াল তারকাসমৃদ্ধ দলটি। রংপুর রাইডার্সের বিপক্ষে আজ ৬ উইকেটে জিতেছে বরিশাল। বল হাতে এক উইকেট নেওয়া সাকিব ব্যাটিং করেননি। তবুও বরিশালের ব্যাটিং ইনিংসে সাকিবই সবচেয়ে আলোচিত!

বিজ্ঞাপন

১৫৮ রানের জবাবে বরিশালের ইনিংস শুরু হওয়ার প্রস্তুতি চলছিল। রংপুরের বাঁহাতি স্পিনার রকিবুল হাসান বোলিং প্রান্তে প্রস্তুত, ব্যাটিং প্রান্তে বরিশালের চতুরঙ্গা ডি সিলভা প্রস্তুত। স্ট্রাইকে বাঁহাতি ব্যাটার চতুরঙ্গাকে দেখে রকিবুলের বদলে ডানহাতি স্পিনার মেহেদি হাসানের হাতে বল তুলে দেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।

তাতে বরিশাল আবারও স্ট্রাইক পরিবর্তন করে। চতুরঙ্গা বদলে স্ট্রাইক প্রান্তে আসেন বরিশালের অপর ওপেনার এনামুল হক বিজয়। পরে আবারও বোলার পাল্টে ফেলেন সোহান। বরিশাল আবারও স্ট্রাইকের ব্যাটার পাল্টাতে চেয়েছে কিন্তু বিষয়টিতে আপত্তি তোলেন আম্পায়ার। মাঠের এসব নাটকীয়তার মধ্যেই নিয়ম ভেঙে মাঠে ঢুকে পরেন বরিশালের অধিনায়ক সাকিব।

ড্রেসিং রুম থেকে গজরাতে গজরাতে স্কয়ার লেগে দাঁড়ানো আম্পায়ার গাজি সোহেলের দিকে আসেন সাকিব। মিনিট পাঁচেক তর্ক করলেন আম্পায়ারের সঙ্গে। পরে বরিশালের সাত ব্যাটার ব্যাটিং করলেও ব্যাটিং করতে নামেননি সাকিব। যদিও গত ম্যাচেই ব্যাটিং করেছিলেন চার নম্বরে। সাকিব কাণ্ড ছাপিয়ে বরিশালের দারুণ জয়ে ব্যাট হাতে অবদান রেখেছেন তরুণ মেহেদি হাসান মিরাজ ও ইব্রাহিম জাদরান।

বিজ্ঞাপন

১৮ রানে দুই ওপেনার ফিরলে মিডল অর্ডারে বরিশালের হয়ে হাল ধরেন দুজন। ব্যাটিং অর্ডার উন্নতি করে চারে নেমে ২৯ বলে ৫টি চারে ৪৩ রান করেন মিরাজ। ইব্রাহিম ৪১ বলে ৫টি চার ২টি ছয়ে ৫২ রান করেছেন। শেষ দিকে ইফতিখার আহমেদ ১৮ বলে ২৫ ও করিম জানাত ১৪ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন।

১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৬২ রান তুলে ফেলে বরিশাল। রংপুরের হয়ে ১৪ রানে ২ উইকেট নেন সিকান্দার রাজা।

বিজ্ঞাপন

এর আগে শোয়েব মালিক ও রনি তালুকদারের ব্যাটে ১৫৮ রানের স্কোর গড়ে রংপুর।  আগে ব্যাটিং করতে নেমে শুরুতে বিপদে পরেছিল বরিশাল। ইনিংসের প্রথম বলেই রংপুরের ওপেনার নাঈম শেখকে সরাসরি বোল্ড করেছেন সাকিব। তিনে নামা মেহেদি হাসান ৭ বলে ৬ ও চারে নামা সিকান্দার রাজা ৭ বলে ২ রান করে ফিরলে বেশ বিপদেই পড়ে রংপুর।

তবে আগে ম্যাচে দুর্দান্ত এক ফিফটি তুলে নেওয়া রনি তালুকদার আজ অপর প্রান্তে দারুণ ব্যাটিং করেছেন। ৫টি চার ১টি ছয়ের সাহায্যে ২৮ বলে ৪০ রান করে আউট হয়েছেন রনি।

রংপুর অবশ্য উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতেই। তবে রনি ফেরার পর শোয়েব মালিক হাল ধরলে বেশ চ্যালেঞ্জিং পেয়েছে দলটি। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানে থেমেছে রংপুর। শোয়েব মালিক শেষ পর্যন্ত ৩৬ বল খেলে ৫টি চার ২টি ছয়ে ৫৪ রান করে অপরাজিত ছিলেন। শেষ দিকে ১৫ বলে ১৮ রান করেন রবিউল হক।

বরিশালের হয়ে মেহেদি হাসান মিরাজ ২১ রানে ও চতুরঙ্গা ডি সিলভা ৩০ রানে দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, করিম জানাত ও ইবাদত হোসেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন