বিজ্ঞাপন

‘উজান ঠেলে নৌকা উন্নয়নের জোয়ারে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে’

February 19, 2023 | 12:54 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল করেছে। তাই এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নৌকা মার্কাই বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। আর নৌকা উন্নয়নের জোয়ারে এগিয়ে যাচ্ছে। যত উজান ঠেলে যেতে হোক, নৌকা মার্কা ইনশাআল্লাহ এগিয়ে যাবে। বাংলাদেশ এগিয়ে যাবে, বিশ্বে মাথা উঁচু করে চলবে।’

বিজ্ঞাপন

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে মিরপুর কালশী ফ্লাউওভারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। উদ্বোধন উপলক্ষে কালশী বালুর মাঠে এক সমাবেশের আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, ‘আমরা বিজয়ী জাতি হিসাবে বিশ্ব সভায় মাথা উঁচু করে চলবো, এটাই আমাদের সিদ্ধান্ত। গণতন্ত্রকে সুরক্ষিত করে জনগণের ভাগ্য উন্নয়ন করা, এটাই আমাদের লক্ষ্য। আওয়ামী লীগ জনগণের অধিকারে বিশ্বাস করে। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে। অনেক সংগ্রামের পথ বেয়েই জনগণের ভোটের অধিকার জনগণের হাতে আমরা ফিরিয়ে দিয়েছি। জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ২০০৮ এর নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমরা দীর্ঘদিন ক্ষমতায় আছি বলেই আজ বাংলাদেশকে আমরা উন্নত করতে পেরেছি। জাতির পিতা যেখানে স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন। আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এই মর্যাদা বাস্তবায়ন করেই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কাজেই আগামীর বাংলাদেশ ২০৪১ সালে হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। বাংলাদেশ আর পিছনে ফিরে তাকাবে না, কারও মুখাপেক্ষী হবে না।’

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, ‘আমরা নিজের খেতে ফসল ফলাব। নিজের দেশকে উন্নত করবো, কারও কাছে হাত পেতে চলবো না। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন, ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। আমরা সসম্মানের সঙ্গে বিশ্বে মাথা উঁচু করে চলতে চাই। কারও কাছে হাত পেতে আমরা চলবো না।’

দেশবাসীর কাছে আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ বিশ্বব্যাপী খাদ্যমন্দা, সারাবিশ্বে কিন্তু অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। উন্নত দেশগুলি হিমশিম খাচ্ছে। সেখানে বাংলাদেশে আমাদের মাটি অত্যন্ত উর্বর। আমাদের যত অনাবাদি জমি আছে সেগুলিকে চাষ করার নির্দেশ দিয়েছি। সেই সাথে সাথে যার যেখানে যতটুকু জায়গা আছে এক ইঞ্চি জায়গা যেন খালি না থাকে যা পারেন উৎপাদন করেন। নিজেরটা নিজে খান বা কাউকে দেন, বিক্রি করেন যাই করেন। কিন্তু ফসল উৎপাদন করতে হবে।’ নিজেদের চাহিদা পূরণ করবো দরকার হলে অন্যকে সহযোগিতা দেবো, বাংলাদেশে সবসময় মানুষের পাশে দাঁড়ায় বলেও জানান তিনি।

কেউ যদি ভোট চুরি করে, দেশের মানুষ কিন্তু মেনে নেয় না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের মনে আছে ১৯৯৬ সাালে ১৬ ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় থেকে একটা ইলেকশন করেছিল। জনগণের ভোট চুরি করে খালেদা জিয়াকে নিজেকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করেছিল। যেহেতু জনগণের ভোট চুরি করেছে জনগণ কিন্তু মেনে নেয়নি। ওই বছরেই ৩০ মার্চ অর্থ্যাৎ মাত্র দেড় মাসের মধ্যে খালেদা জিয়া পদত্যাগ করতে বাধ্য হয়েছিল জনগণের আন্দোলনের ফলে। ভোট চোরকে জনগণ কখনো গ্রহণ করে না।

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি অনেক কথা বলে, ২০০৮ সালের নির্বাচনে তারা তো পেয়েছিল ২৯টা সিট, আর একটা উপনির্বাচনে। ৩০০ সিটের মধ্যে মাত্র ৩০টা সিট পেয়েছিল তারা। কাজেই আমার দেশের উন্নয়ন করে মানুষের আস্থাবিশ্বাস অর্জন করেই জনগণের ভোটেই বারবার সরকারে এসেছি। এখন যতই এব্যাপারে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করুক আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। বিজয়ী জাতি হিসাবে বিশ্ব সভায় মাথা উঁচু করে আমরা চলবো, এটাই আমাদের সিদ্ধান্ত। কাজেই গণতন্ত্রকে সুরক্ষিত করে জনগণের ভাগ্য উন্নয়ন করা, এটাই আমাদের লক্ষ্য।’

নির্দিষ্ট সময়ের আগেই প্রকল্প শেষ করে টাকা সাশ্রয় এবং মানুষের জন্য অনেক সুযোগ সৃষ্টির জন্য প্রকল্প সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী সমাবেশে ধৈর্য ধরে দীর্ঘ বক্তব্য শোনার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘ইনশাআল্লাহ, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বিশ্বে মাথা উঁচু করে চলবে।’

অনুষ্ঠানে সরকার সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম স্বাগত বক্তব্য দেন। প্রকল্প সম্পর্কিত উপস্থাপনা ও ভিডিও চিত্র প্রদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের বিগ্রেডিয়ার জেনারেল মো. মনোয়ারুল ইসলাম সরদার।

বিজ্ঞাপন

সমাবেশে আরও বক্তব্য রাখেন- পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশেনের মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাসহ অনেকে।

সারাবাংলা/এনআর/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন