বিজ্ঞাপন

রাজধানী ঢাকার নাম পরিবর্তন করে মুজিবনগর করার দাবি

March 17, 2023 | 11:37 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানী ঢাকার নাম পরিবর্তন করে ‘মুজিবনগর’ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সিরাজ উদ্দীন আহমেদ বলেন, ‘১৯৪৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিদের নির্যাতন-নিপীড়ন থেকে মুক্ত একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক আইনের শাসনের দেশ গড়ার লক্ষে আন্দোলন সংগ্রাম করেছেন। এই আন্দোলন সংগ্রামের সময় তাকে ১৪ বছর জেল খাটতে হয়েছে। কিন্তু বাঙালিদের ঐক্যবদ্ধ আন্দোলনে তিনি বারবার মুক্ত হয়েছেন এবং শেষ পর্যন্ত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন।’

বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বকে সম্মান প্রদর্শনে এবং বাঙালিদের গর্বের ইতিহাস সৃষ্টিকারীর নামানুসারে বাংলাদেশের রাজধানী ঢাকার পরিবর্তে মুজিবনগর করার দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. নিম চন্দ্ৰ ভৌমিক, কাজী মাসুদ আহমেদ, শাজাহান সিরাজ, আজিজুল ইসলাম ভূইয়া, নাহিদ রোকসানা, আবু আহাদ দিপু মীরসহ অনেকে।

সারাবাংলা/এআই/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন