বিজ্ঞাপন

দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে সোনার বাংলার ধাক্কা, ৭ বগি লাইনচ্যুত

April 16, 2023 | 8:11 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: কুমিল্লার নাঙ্গলকোর্ট উপজেলার হাসানপুর স্টেশনে দুর্ঘটনায় পড়েছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। স্টেশনে থেমে থাকা কনটেইনার মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিলে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও ছয়টি কোচ লাইনচ্যুত হয়। এতে অর্ধ শতাধিক ব্যক্তি হতাহতের শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার (ইফতারির সময়) দিকে এই দুর্ঘটনা ঘটে বলে হাসানপুর রেল স্টেশনের কর্মকর্তারা জানান। দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রামের রেললাইন সাময়িক বন্ধ রয়েছে। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন চৌধুরীও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে আহত পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতের সংখা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।’

হাসানপুর স্টেশনের একজন কর্মচারীর বরাত দিয়ে নাম প্রকাশ না করার শর্তে লাকসাম রেলওয়ের এক কর্মকর্তা বলেন, ‘পয়েন্টিং ভুলের কারণে সোনার বাংলা এক্সপ্রেস মূল লাইন দিয়ে না গিয়ে লুপ লাইনে ঢুকে পড়ে। তখন লুপ লাইনে দাঁড়িয়ে থাকা কনটেইনারবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয় এটি।’

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হাসানপুর স্টেশনে একটি মালবাহী ট্রেন দাঁড়িয়েছিল। চট্টগ্রাম থেকে আসা সোনার বাংলা এক্সপ্রেস একই লাইনে এসে পেছন থেকে মালবাহী ট্রেনটিকে ধাক্কা দিয়ে উল্টে যায়।

নাঙ্গলকোট রেল স্টেশনের স্টেশন মাস্টার বলেন, ‘সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন ও ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে।’ দুর্ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আহতদের স্থানীয় বেসরকারি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।’

পূর্ব রেলের ডিভিশনাল ট্রাফিক অফিসার তারেক মোহাম্মদ ইমরান বলেন, ‘কুমিল্লার হাসানপুর স্টেশনে দুর্ঘটনায় সোনার বাংলা এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে।’ এতে অনেকে আহত হয়েছেন বলে খবর পেলেও কারও নিহত হওয়ার খবর পাননি বলে জানান তিনি।

বিজ্ঞাপন

দুর্ঘটনার কারণ বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।

সারাবাংলা/এসবি/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন