বিজ্ঞাপন

বাংলাদেশ একদিকে আর আ.লীগ আরেক দিকে: রুমিন ফারহানা

June 16, 2023 | 6:38 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিরাজগঞ্জ: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনাদের সময় ফুরায়ে আসছে। জোর করে খুব বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সারা বাংলাদেশ এখন একদিকে, আর আওয়ামী লীগ আরেক দিকে।’

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ জুন) বিকেলে সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে জেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত প্রতিবাদ ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিএনপি নেতা আমান উল্লাহ আমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে এই সমাবেশ করা হয়।

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘বিদ্যুৎ নিয়ে নয়ছয় করেছেন। মনে করেছেন লুটপাট করে পালায়ে যাবেন, কিন্তু সে রাস্তা বন্ধ। বাংলাদেশের মানুষ আপনাদের বিচার করবে। বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেনা, কিন্তু দেশের মানুষের সাথে যে অন্যায় হয়েছে তার মাশুল আপনাদের দিতে হবে।’

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও নির্যাতন করা হয়েছে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘কেন আজ বিএনপি চেয়ারপারসন নিজ পায়ে দাঁড়াতে পারেন না। হুইলচেয়ারে করে তাকে হাসপাতালে যেতে আসতে হয়, তার জবাব আপনাদের দিতে হবে।’

বিজ্ঞাপন

রুমিন ফারহানা বলেন, ‘যতক্ষণ এই সরকারের পলায়ন না হবে, ততক্ষণ আমরা ঘরে ফিরে যাব না। আর কটা মাস যদি আপনারা মাঠে থাকতে পারেন তাহলে এ দেশের মাটিতেই আওয়ামী লীগের কবর রচনা হবে।’

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে প্রতিবাদ ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন