বিজ্ঞাপন

সাইবার হামলা নয়, ৬ প্রতিষ্ঠানে ডিডস অ্যাটাক

August 16, 2023 | 5:03 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের ২০ থেকে ২৫টি প্রতিষ্ঠানে সাইবার হামলার দাবি করেছে একদল হ্যাকার। তবে কোন হ্যাক্যার গোষ্ঠী এই দাবি করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি কেউ। এদিকে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সাইবার হামলার তথ্য সঠিক নয়। মাত্র ছয়টি প্রতিষ্ঠানে ডিডস (ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস) অ্যাটাকের ঘটনা ঘটেছে। এটি সাইবার হামলার পর্যায়ে পড়ে না। এমন ঘটনায় শুধু হামলার শিকার ওয়েবাইটগুলোতে প্রবেশ করা যায় না। বুধবার (১৬ আগস্ট) সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানতে পেরেছে সারাবাংলা।

বিজ্ঞাপন

জানতে চাইলে বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক সাইফুল আলম খান সারাবাংলাকে বলেন, ‘হ্যাকার গোষ্ঠী ২০ থেকে ২৫টি প্রতিষ্ঠানে সাইবার হামলার দাবি করলেও আসলে ছয়টি প্রতিষ্ঠানে ডিডস হামলা হয়েছে। ওই প্রতিষ্ঠানগুলো কয়েক ঘণ্টার মধ্যেই ওয়েবসাইট ঠিক করে ফেলেছে। গুরুতর কিছু হয়নি।’ তবে ডিডস হামলা শিকার প্রতিষ্ঠানের নাম তাৎক্ষণিক জানাতে চাননি তিনি।

হ্যাকিংয়ের সঙ্গে সম্পৃক্ত এক প্রোগ্রামার সারাবাংলাকে বলেন, ‘কোনো হ্যাকার গোষ্ঠী এই হামলা করলে তাদের নাম প্রকাশ্যে আসতো। আমরা এখনো জানি না কারা এই দাবি করেছে। আবার এমন একটি গোষ্ঠী রয়েছে যারা নিজেরাই হয়তো ডিডস হামলা করে বাংলাদেশের হ্যাকার গোষ্ঠীকে ভারতের বিপক্ষে ক্ষেপিয়ে তোলার অপচেষ্টা করছে।’

জানতে চাইলে সাইবার বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা সারাবাংলাকে বলেন, ‘বিভিন্ন ওয়েবসাইট তাদের সার্ভিসগুলো বন্ধ করে রেখেছে। যে কারণে কোথাও কোনো হামলা হয়নি। আমার জানা মতে, দেশের কোনো সাইটে হামলা হয়নি। ১৫ আগস্ট হামলা হওয়ার কথা থাকলেও সেদিনই হবে- বিষয়টি ঠিক নয়।’

বিজ্ঞাপন

কোনো ওয়েবসাইটে একসঙ্গে একাধিক ডিভাইসের মাধ্যমে ট্রাফিক পাঠিয়ে ওই সাইটের গতি ধীর বা ডাউন করে দেওয়াকে ডিডস (ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস) অ্যাটাক বলা হয়। এ ধরনের আক্রমণ হলে সংশ্লিষ্ট সাইটে প্রবেশ করা যায় না।

প্রসঙ্গত, ১৫ আগস্টের মধ্যে দেশে বড়ধরনের সাইবার হামলার আশঙ্কা করেছিল সরকার। সেজন্য দেশের সব সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। গত ৪ আগস্ট বাংলাদেশ ই-গভর্নমেন্ট কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম বা বিজিডি ই-গভ সার্ট এ সংক্রান্ত অ্যালার্ট জারি করে।

দেশের আইসিটি খাতের নিরাপত্তা নিশ্চিত করতে আইসিটি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আওতাধীন বিজিডি ই-গভ সার্ট নামে একটি প্রকল্প রয়েছে। এই প্রকল্পের অধীনেই সাইবার নিরাপত্তার বিষয়ে অ্যালার্ট জারি করা হয়। বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক সাইফুল আলম খান সারাবাংলাকে তখন জানিয়েছিলেন, ‘১ থেকে ১৫ আগস্টের মধ্যে দেশে সাইবার হামলার আশঙ্কা রয়েছে। আজ আমরা এই অ্যালার্ট দিয়েছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন