বিজ্ঞাপন

মোবাইলেই ডিমের দাম নির্ধারণ করছে ব্যবসায়ীরা

August 22, 2023 | 11:50 pm

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ডিমের পাইকারি দোকানে অভিযানে চালিয়েছে জেলা প্রশাসন। মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে ব্যবসায়ীরা ডিমের বাজার নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে পাহাড়তলীতে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ও আব্দুল্লাহ আল মামুন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘আমরা অভিযান চালিয়ে দেখতে পেয়েছি বেশির ভাগ দোকানেই কোনো ভাউচার নেই। থাকলেও তার প্রমাণ কেউ দেখাতে পারেনি। ভাউচারে কোনো সিগনেচার নেই। এর ভিত্তিতে আমরা তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছি। অভিযানে আমরা যা বুঝলাম এখন ডিমের দাম ব্যবসায়ীরা মোবাইলেই ঠিক করছে। তারা একটি সিন্ডিকেট।’

তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী বাজারে ১০০টি মুরগির ডিম পাইকারিতে কিনতে খরচ হচ্ছে ১ হাজার ১১৫ টাকা আর বিক্রি হচ্ছে ১ হাজার ১৬৫ টাকায়। আমাদের কাছে এdt সঠিক মনে হয়নি। কারণ তারা এর কোনো প্রমাণ দিতে পারেনি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন