বিজ্ঞাপন

সারাবছর মশা মারার উদ্যোগ নিতে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ

September 4, 2023 | 4:01 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, ঢাকা সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেছে। কিন্তু ছড়িয়ে পড়ছে দেশের জেলাগুলোতে। ঢাকার মতো বাইরের জেলা ও মফস্বলগুলোতেও কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার।

বিজ্ঞাপন

তিনি এই মশা নিধন কার্যক্রম সারাবছর চলমান রাখতে সিটি করপোরেশনের প্রতি সুপারিশ রাখেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সিনোভেক বায়োটেক বাংলাদেশ লিমিটেড এর ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘একটি মৃত্যুও আমাদের জন্য বেদনাদায়ক, আমরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছি। কোনো ঘাটতি নেই। লক্ষ্য করা যাচ্ছে, মানুষ যথাসময়ে হাসপাতালে আসছে না। আমরা বারবার বলেছি, উপসর্গ দেখা দিলেই যেন হাসপাতালে চিকিৎসা নেয়।’

বিজ্ঞাপন

জাহিদ মালেক আরও বলেন, ‘পাশাপাশি মশা নিধন করতে হবে। মশা নিধনের ওষুধ সঠিকমানের এবং কার্যকরী হতে হবে। এখন শুধু ঢাকাকে গুরুত্ব দিলে হবে না সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে গেছে। ঢাকার মতো জেলাগুলোতে কাজ করতে হবে। বাড়ি বাড়ি মশা নিধনে কাজ করতে হবে। নিজেদের নিজেরাই রক্ষা করবেন। করোনার সময় সবাই সহযোগিতা করেছেন। ডেঙ্গু মোকাবিলার ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন প্রয়োজন সারাবছরই মশা নিধন কার্যক্রম চালু রাখা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দায়িত্ব আমরা তা পালন করে যাচ্ছি। আমরা ডাক্তার-নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। প্রচার-প্রচারণা চালিয়েছি। এটি তো সিটি করপোরেশেনের করার কথা, তারপরেও আমরা করেছি। সার্বিক পরিস্থিতি আমরা অবহিত করেছি। বিভিন্ন স্থান থেকে পানি টেস্ট করে এডিস লার্ভার উপস্থিতির বিষয়টি সিটি করপোরেশনকে জানিয়েছি। তারপরে অ্যাকশন তো সিটি করপোরেশনকে নিতে হবে। সে অ্যাকশনটুকু আমরা দেখতে চাই।’

বড় ধরনের দুর্যোগ মোকাবিলার জন্য স্বাস্থ্যখাত প্রস্তুত বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, ‘আমাদের হাসপাতালগুলোতে বেড খালি। প্রয়োজনে বেড আরও বাড়ানো যাবে। কিন্তু আমরা চাই হাসপাতালের সিটগুলো খালি থাকুক, মানুষ সুস্থ থাকুক।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন