বিজ্ঞাপন

বন্ধু দাবি করে ভিসা স্যাংশন দেয় একটি দেশ: চীনের রাষ্ট্রদূত

October 11, 2023 | 6:03 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, একটি দেশ বাংলাদেশকে বন্ধু দাবি করে বাংলাদেশিদের ওপর একতরফা ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে। তারা বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলে থাকে।

বিজ্ঞাপন

বাংলাদেশি ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপের মার্কিন সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মধ্যে এমন মন্তব্য করলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। যদিও রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের নাম উচ্চারণ করেননি।

বুধবার (১১ অক্টোবর) সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চীনের তরফ থেকে ৭০০ সেট ডেঙ্গু কিট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কিটগুলো এনাম মেডিকেলের চেয়ারম্যান ও দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের কাছে হস্তান্তর করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সাংবাদিকদের চীনের রাষ্ট্রদূত আরও বলেন, ‘চীন কখনই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। এর পরিবর্তে, আমরা বাংলাদেশকে বৃহত্তর অর্থনৈতিক সাফল্য এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকা উন্নত করতে সাহায্য করতে চাই। দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।’

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত ইয়াও বলেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীন সরকার বাংলাদেশে ডেঙ্গু মহামারি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এবং চীন সরকার ঘোষণা করেছে যে, চীন বাংলাদেশকে ৩৫ লাখ ডলারের ডেঙ্গু বিরোধী সহায়তা দেবে। এটি মাত্র শুরু। কয়েক দিনের মধ্যে চীন থেকে আরও বড় আকারে ডেঙ্গু প্রতিরোধী সহায়তা আসবে।’

রাষ্ট্রদূত বলেন, ‘বর্তমান ডেঙ্গুর প্রকোপ কমাতে আমাদের যৌথ প্রচেষ্টায় দুই দেশ ও জনগণের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হবে।’

বাংলাদেশের একজন সময়ের পরীক্ষিত বন্ধু এবং কৌশলগত অংশীদার হিসেবে চীন জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় ঢাকার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন