বিজ্ঞাপন

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেবিচকের গাড়িচালক নিহত

November 13, 2023 | 10:25 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর কাওলা রেলগেট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান আলী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৩ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে আরমানকে তার সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের সহকর্মী শাজাহান কবির জানান, আরমান কাওলা সিভিল এভিয়েশন কোয়ার্টারে দুই নম্বর মেসে থাকতেন এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) গাড়ি চালাতেন।

তিনি আরও জানান, সন্ধ্যার দিকে কাওলা রেলগেট এলাকায় ছিনতাইকারিদের কবলে পড়েন আরমান। মোবাইল নেওয়ার চেষ্টা করলে বাধা দিলে ছিনতাইকারীরা তার শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই যুবককে তার সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা দাবি করেন ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেছেন। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনইউ

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন