বিজ্ঞাপন

বিদেশিদের না, নিজস্ব চাপে আছি: ইসি আনিছুর

December 24, 2023 | 5:12 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সুনামগঞ্জ: নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, ‘জাতীয় নির্বাচনে বিদেশিদের কোনও চাপ নেই। আমাদের কাজ সম্পর্কে বিদেশিরা জেনেছে। কিন্ত তারা প্রতিক্রিয়া দেখায়নি। আমরা আমাদের নিজস্ব চাপে আছি।’

বিজ্ঞাপন

রোববার (২৪ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

আনিছুর রহমান বলেন, ‘জাতীয় নির্বাচনে বিপুলসংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছেন। এরমধ্যে আমেরিকার দূতাবাস থেকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিশাল একটি লিস্ট দিয়েছে। সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যাচাইবাছাই করা হচ্ছে।’

এসময় নির্বাচনে আসা বিদেশি পর্যবেক্ষকদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ইসি আনিছুর বলেন, ‘জাতীয় নির্বাচনে বিএনপি আসার কোনো সুযোগ নেই। নির্বাচনি ট্রেন বহুদূর চলে গেছে, এটি আর ফেরানো সম্ভব না। সঠিক সময়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এসময় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন