বিজ্ঞাপন

আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের মনোনয়নে মারুফা

January 3, 2024 | 8:35 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

আইসিসির বর্ষসেরা নারী উদীয়মান ক্রিকেটারের মনোনয়নে জায়গা পেয়েছেন বাংলাদেশ নারী দলের তরুণ পেসার মারুফা আক্তার। অভিষেকের পর থেকেই দুর্দান্ত পারফর্ম করে চলেছেন ১৮ বছর বয়সী এই তরুণী। মারুফার সঙ্গে বর্ষসেরা নারী উদীয়মান মনোনয়ন পেয়েছেন আরও তিনজন। তারা হলেন- অস্ট্রেলিয়ার ব্যাটার ফিবি লিচফিল্ড, ইংল্যান্ডের পেসার লরেন বেল ও স্কটল্যান্ডের অলরাউন্ডার ডার্সি কার্টার।

বিজ্ঞাপন

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অভিষেক হয়েছিল মারুফার। নজর কাড়েন টি-টোয়েন্টি বিশ্বকাপে। শ্রীলংকার বিপক্ষে মাত্র ৩ রানে তিন উইকেট নিয়েছিলেন। জুলাইয়ে ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজেও আলো ছড়ান মারুফা। সিরিজের প্রথম ম্যাচে ২৯ রানে নিয়েছিলেন ৪ উইকেট। মারুফার দুর্দান্ত বোলিংয়ে সেদিন ১৫২ রান করেও ভারতকে হারিয়েছিল বাংলাদেশ নারী দল।

সব মিলিয়ে এখন পর্যন্ত ওয়ানডেতে ২৪.৭৭ গড়ে ৯ উইকেট নিয়েছেন মারুফা। আর টি-টোয়েন্টিতে ২৩.৩০ গড়ে নিয়েছেন ১০ উইকেট। এমন পারফরম্যান্সই তাকে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার লড়াইয়ে জায়গা করে দিয়েছে।

সংক্ষিপ্ত তালিকা থেকে ভোটিং একাডেমি ও সমর্থকদের ভোটে বিজয়ী ঘোষণা করবে আইসিসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন