বিজ্ঞাপন

চট্টগ্রামে ভোটকেন্দ্রে আগুন

January 6, 2024 | 1:58 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে সেখানে কোনো নির্বাচনি সরঞ্জাম ছিল না।

বিজ্ঞাপন

ভোটের আগের দিন শনিবার (৬ জানুয়ারি) ভোরে নগরীর বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর ধুপপুল এলাকায় নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের সারাবাংলাকে বলেন, ‘ভোটকেন্দ্র হলেও স্কুলটিতে এখনও নির্বাচনি সরঞ্জাম নেওয়া হয়নি। দুর্বৃত্তরা প্রধান শিক্ষকের কক্ষে আগুন দেয়। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। আগুনে প্রধান শিক্ষকের কক্ষে বিনামূল্যে বিতরণের জন্য রাখা প্রায় ৭০টি বই পুড়েছে।’

‘প্রধান শিক্ষকের কক্ষের বাইরে থেকে তালা লাগানো ছিল, জানালাও বন্ধ ছিল। কিভাবে আগুন লেগেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের কারণে ভোটকেন্দ্র হিসেবে স্কুলটিকে ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না’, বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এদিকে শনিবার সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে নির্বাচনি দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের উদ্দেশে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ‘একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা ট্রেনে আগুন দিয়েছে। চট্টগ্রামে আজ (শনিবার) ভোরে একটি ভোটকেন্দ্র পুড়িয়ে দিয়েছে। তারা ভোটারদের মধ্যে ভয়ভীতি তৈরি করে নির্বাচন বানচাল করতে চায়। তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।’

সারাবাংলা/আরডি/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন