বিজ্ঞাপন

হালান্ডের জোড়ায় সিটির জয়, জিতে শীর্ষে ফিরল লিভারপুলও

February 11, 2024 | 2:13 am

স্পোর্টস ডেস্ক

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে ১৪ মিনিটের মধ্যে গোল দুটি করেন হালান্ড। অন্যদিকে আর্সেনালের কাছে পরাজয়ের পর বার্লির বিপক্ষে প্রথমার্ধে ১-১ গোলে সমতায় থেকেও দ্বিতীয়ার্ধে দুই গোল করে ৩-১ ব্যবধানের জয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরেছে লিভারপুল।

বিজ্ঞাপন

প্রথমার্ধের বিবর্ণতা ঝেড়ে বিরতির পর ভালো খেলল ম্যানচেস্টার সিটি। জোড়া গোলের আনন্দে মাতলেন আর্লিং হালান্ড। এভারটনকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠলেও লিভারপুল নিজেদের ম্যাচে জিতলে দুইয়ে নেমে যেতে হয়েছে সিটিকে।

লিগে এই নিয়ে টানা ছয় ম্যাচ জিতল সিটি। ঘরের মাঠে লিগে অপরাজিত রইল টানা ২২ ম্যাচে (১৮ জয় ও ৪ ড্র)। এভারটনের বিপক্ষে প্রথম দেখায় গত ডিসেম্বরে ৩-১ গোলে জিতেছিল ম্যানচেস্টারের দলটি। অন্যদিকে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডের গ্যালারিতে এই ম্যাচে ছিলেন ৫৯ হাজার ৮৯৬ জন দর্শক। এই মাঠে লিগ ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন রেকর্ড এটি। আগের রেকর্ড ছিল ৫৮ হাজার ৭৫৭ জন। এদিনই। দিয়োগো জটা লিভারপুলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা টানেন ডারা ও’শেই। বিরতির পর লুইস দিয়াস স্বাগতিকদের ফের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান দারউইন নুনেজ।

প্রথমার্ধে এভারটনও পারেনি উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে। এই সময়ে তারা একটি শট লক্ষ্যে রাখলেও তা গোলরক্ষককে ভাবাতে পারেনি। দ্বিতীয়ার্ধেও অনেকটা সময় প্রতিপক্ষের বক্সে যথেষ্ট কার্যকর হতে পারছিল না সিটি। অবশেষে ৭১তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নিতে পারে তারা, সেটিতেই মেলে জালের দেখা। তাদের কর্নার ক্লিয়ার করতে পারেনি এভারটন। কাছ থেকে জোরাল কোণাকুণি শটে লক্ষ্যভেদ করেন হলান্ড।

বিজ্ঞাপন

৮৫তম মিনিটে চমৎকার এক গোলে ব্যবধান বাড়ান হালান্ড। দ্বিতীয়ার্ধে বদলি নামা কেভিন ডি ব্রুইনের পাস মাঝমাঠে ধরে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে গতিতে ছিটকে ফেলে এগিয়ে যান তিনি, এরপর ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষককে পরাস্ত করেন নরওয়ের তারকা। ১৮ ম্যাচে ১৬ গোল নিয়ে আসরের সর্বোচ্চ গোলদাতা তিনিই। ১৪ গোল নিয়ে দুই নম্বরে আছেন লিভারপুলের তারকা মোহামেদ সালাহ।

ঘরের মাঠে ম্যাচের ৩১তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন জটা। যেখানে বার্নলির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডের দায় ছিল যথেষ্ট। কর্নারে পোস্ট ছেড়ে বেরিয়ে বল হাতে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হন তিনি। হেডে জাল খুঁজে নেন পর্তুগিজ ফরোয়ার্ড জটা। ৩৭তম মিনিটে বাড়তে পারত ব্যবধান। কাছ থেকে দিয়াসের প্রচেষ্টা দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন ট্র্যাফোর্ড।

বিজ্ঞাপন

প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে সমতা ফেরায় বার্নলি। সতীর্থের কর্নারে পেনাল্টি স্পটের কাছ থেকে চমৎকার হেডে গোলটি করেন আইরিশ ডিফেন্ডার ও’শেই।

৫২তম মিনিটে ফের এগিয়ে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে বদলি নামা হার্ভে এলিয়ট ডান দিক থেকে ক্রস বাড়ান ছয় গজ বক্সে, প্রতিপক্ষের পায়ে লেগে আসা বল হেডে জালে পাঠান দিয়াস। ৭৯তম মিনিটে ব্যবধান বাড়ান নুনেজ। এলিয়টের ক্রসে দারুণ হেডে পোস্ট ঘেঁষে বল জালে পাঠান তিনি।

এই জয়ে ২৪ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ক্লপের দলের ৫৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। তাদের সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ২-১ গোলে জেতা টটেনহ্যাম হটস্পার ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চারে আছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন