বিজ্ঞাপন

২৩ দলের সব প্রার্থীসহ সংসদ নির্বাচনে জামানত হারিয়েছেন ৭৪%

February 22, 2024 | 7:23 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ৭৪ শতাংশই জামানত হারিয়েছেন। এর মধ্যে নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ২৩টি দলের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। সংসদের বিরোধী দল জাতীয় পার্টির জামানত বাজেয়াপ্ত হয়েছে ৮৯ শতাংশ প্রার্থীর।

বিজ্ঞাপন

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাঠপর্যায় থেকে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য একত্রিত করে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখা।

ইসির প্রতিবেদনে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এক হাজার ৯৬৯ জন প্রার্থী। এর মধ্যে ২৭টি দলের দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট জামানত হারিয়েছেন এক হাজার ৪৫৪ জন। অর্থাৎ ৭৩ দশমিক ৮৪ বা প্রায় ৭৪ শতাংশ প্রার্থী জামানত হারিয়েছেন।

বিধি অনুযায়ী, সংসদ নির্বাচনে কোনো আসনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

বিজ্ঞাপন

ইসির প্রতিবেদনের তথ্য বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২৩টি দলের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩৫টি আসনে প্রার্থী দেওয়া তৃণমূল বিএনপিও। অন্যদিকে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ২৬৩ আসনে প্রার্থী দিয়ে জামানত হারিয়েছে ২৩৬টি আসনে, যা তাদের আসনের ৮৯ দশমিক ৭৩ শতাংশ।

ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনে প্রার্থীকে ২৫ হাজার টাকা জামানত দিতে হয়। ৭৪ শতাংশ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ায় এ খাত থেকে ইসির আয় হয়েছে দুই কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। বাকি ২৬ শতাংশ প্রার্থী রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ তুলে নিতে পারবেন।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার তথ্য অনুযায়ী, একাদশ সংসদ নির্বাচনে এক হাজার ৮৬১ জন প্রার্থীর মধ্যে এক হাজার ৪৪০ জন (৭৭ দশমিক ৩৭ শতাংশ), দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭ আসনে ৩৯০ প্রার্থীর মধ্যে ১৬৩ জন (৪১ দশমিক ৭৯ শতাংশ) ও নবম সংসদ নির্বাচনে এক হাজার ৫৫৭ প্রার্থীর মধ্যে ৯৪১ জন (৬০ দশমিক ৪৩ শতাংশ) জামানত হারিয়েছিলেন।

বিজ্ঞাপন

এ ছাড়া অষ্টম সংসদ নির্বাচনে এক হাজার ৯৩৯ প্রার্থীর মধ্যে এক হাজার ২৫৯ জন (৬৪ দশমিক ৯৩ শতাংশ), সপ্তম সংসদ নির্বাচনে দুই হাজার ৫৭৪ প্রার্থীর মধ্যে এক হাজার ৭৬০ জন (৬৮ দশমিক ৩৭%) এবং পঞ্চম সংসদ নির্বাচনে দুই হাজার ৭৮৭ প্রার্থীর মধ্যে এক হাজার ৯৩৪ প্রার্থী (৬৯ দশমিক ৩৯%) জামানত হারান।

সারাবাংলা/জিএস/টিআর

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন