বিজ্ঞাপন

পিএসজির সঙ্গে জয়সূচক গোল আমিই করব: ইয়ামাল

April 6, 2024 | 12:42 pm

স্পোর্টস ডেস্ক

আগামি ১০ এপ্রিল রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজির মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। টানা তিন মৌসুম পরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে জায়গা করে নেওয়া বার্সেলোনা এবার স্বপ্ন দেখছে ১৬ বছর বয়সী তরুণ লামিন ইয়ামালের কাঁধে ভরসা রেখে। চলতি মৌসুমে বার্সেলোনার বয়সভিত্তিক দল থেকে মূল দলে জায়গা করে নিয়েছেন এই তরুণ। আর দলে ঢুকেই বার্সেলোনাকে এগিয়ে নিচ্ছেন।

বিজ্ঞাপন

ম্যাচের আগে বার্সেলোনার তরুণ খেলোয়াড় জানালেন ম্যাচ নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী। লা লিগার শিরোপা হাতছাড়া হওয়ার দ্বারপ্রান্তে। কোপা দেল রে থেকে বিদায় নিতে হয়েছে আরও আগেই। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ফর্মে থাকা পিএসজি। তবুও নিজেদের জয়ের স্বপ্ন দেখেছেন ইয়ামাল। জানালেন পিএসজির মাঠে খেলা হলেও বার্সেলোনা জিতবে ১-০ গোলের ব্যবধানে। আর জয়সূচক গোলটি করবেন তিনি নিজেই।

ইয়ামাল বলেন, ‘আমার ভবিষ্যদ্বাণী? আমরা ১-০ গোলের ব্যবধানে জিতব, আর আমিই গোলটি করব। এটা আমার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে। এটা আসলে স্বপ্নের মতো লাগছে আমার কাছে এখনো।’

লা লিগায় পিছিয়ে থাকা বার্সেলোনার খেলার ধরণ নিয়ে রয়েছে সমালোচনা। তবুও পিএসজির সঙ্গে নিজেদের মতো করেই খেলতে চান ইয়ামাল। তিনি বলেন, ‘আমরা যেবানে খেলি পিএসজির সঙ্গেও আমরা সেভাবেই খেলবো। এটা আমাদের ম্যাচ আর আমরাই প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরাতে চাই। এমন ম্যাচগুলো ছোট ছোট ব্যাপারই পার্থক্য গড়ে দেয়। এক দল একটু খারাপ খেললেই, অন্য দল সেখান থেকে সুযোগ নেয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সব দলেরই চ্যামিয়ন্স লিগে সুযোগ থাকে। সেমিফাইনালে খেলতে হলে আগে পিএসজিকে হারাতে হবে। আমরা এখন কেবল প্রথম ম্যাচ নিয়েই ভাবছি। এরপর কিভাবে সেটা পরে ভাবা যাবে। এটা আমাদের মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে।’

বিপরীত দলে কিলিয়ান এমবাপের মতো তারকা থাকলে দুঃশ্চিন্তা যেকোনো দলেরই কপালে ভেসে ওঠে। বার্সেলোনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তবে ইয়ামাল জানালেন কেবল এমবাপে নয়। তার দল ভাবছে গোটা পিএসজি দল নিয়েই। আর সেই সঙ্গে রক্ষণে দলকে সাহায্য করে এমবাপে আটকানোর জন্যও খেলবেন ইয়ামাল।

ইয়ামাল বলেন, ‘কেবল এমবাপে নয়, এর আগে কভারাতসতকেও আটকে দিয়েছি আমরা। আমি যেহেতু ওই পাশ দিয়েই খেলি তাই উইঙ্গারদের আটকানোর কিছুটা দায়িত্ব আমার ওপরেও পড়ে। এমবাপে দারুণ একজন খেলোয়াড়। সে যেকোনো সময় ব্যবধান গড়ে দেওয়ার সক্ষমতা রাখে। তবে আমরাও সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন