বিজ্ঞাপন

মার্চ মাসে বেড়েছে মূল্যস্ফীতি

April 9, 2024 | 8:05 pm

স্টাফ করেসপন্ডেন্ট:

ঢাকা: দেশে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। মার্চে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। ফেব্রুয়ারিতে যা ছিল ৯ দশমিক ৬৭ শতাংশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএস বলছে, ফেব্রুয়ারিতে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৩ শতাংশ থাকলেও মার্চে সেটি বেড়ে ৯ দশমিক ৬৪ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়া গ্রামে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাড়িয়েছে ৯ দশমিক ৬৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৪৮ শতাংশ।

খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ৯ দশমিক ২৮ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৮৬ শতাংশ হয়েছে। খাদ্য খাদ্যবহির্ভূতপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪১ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ১০ শতাংশ।

বিজ্ঞাপন

শহরে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ। খাদ্যবহির্ভূতপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭১ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ।

সারাবাংলা/জেজে/এনইউ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন