বিজ্ঞাপন

নাশকতার মামলায় আত্মসমর্পণ, ২ যুবদল নেতা কারাগারে

April 23, 2024 | 8:18 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রংপুর: সন্ত্রাস-নাশকতার মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি যুবদলের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১-এ আত্মসমর্পণ করলে বিচারক কৃষ্ণকান্ত রায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন— রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন ও জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ।

আসামীদের আইনজীবী ও রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী ডন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

২০১৩ সালের একটি নাশকতার মামলায় ২০২৩ সালের ২০ নভেম্বর রংপুর বিএনপির পাঁচ নেতাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। রায়ের পাঁচ মাস পর দুই যুবদল নেতা আত্মসমর্পণ করলেন। বাকি দুই আসামি এখনো পলাতক।

রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী ডন বলেন, বিএনপির আন্দোলন দমনে একটি সাজানো মিথ্যা মামলা করে বিএনপির কর্মীদের সাজা দেওয়া হয়েছে। এ রায় ফরমায়েশি রায়। আমরা উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করব।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন