বিজ্ঞাপন

রোববার থেকে সব স্কুল-কলেজ খোলা

May 4, 2024 | 6:41 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে কয়েক দফায় বন্ধ দেওয়া শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল রোববার (৫ মে) থেকে খুলে যাচ্ছে। ওই দিন থেকে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে।

বিজ্ঞাপন

শনিবার (৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ২৫ এপ্রিল যে প্রজ্ঞাপন জারি করেছিল, তার শর্তাদি পালন সাপেক্ষে আগামীকাল রোববার থেকে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।

অন্যদিকে রোববার দেশের সব প্রাথমিক বিদ্যালয়েও ঘোষিত ছুটি শেষ হওয়ায় নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্লাস হবে।

বিজ্ঞাপন

এর আগে শব-ই বরাত, পবিত্র ঈদুল ফিতর এবং বাংলা বর্ষবরন শেষে গত ২১ এপ্রিল স্কুল খোলার কথা ছিলো। কিন্তু দেশজুড়ে হিট অ্যালার্ট জারি এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে পরবর্তী সাত দিন বন্ধ রাখার ঘোষণা আসে। যা শেষে রোববার (২৮ এপ্রিল) থেকে শ্রেণিকক্ষে পাঠ দান শুরু হয়। সকল শিক্ষাপ্রতিষ্ঠানেই অ্যাসেম্বলি বন্ধ ঘোষণা করে ক্লাস শুরু হলেও চলমান তাপপ্রবাহের কারণে দুই দিন পর হাইকোর্টের নির্দেশে ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। যা শেষ হচ্ছে শনিবার (৪ মে)।

সারাবাংলা/জেআর/এনইউ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন