বিজ্ঞাপন

প্রয়োজনে এমবাপেকেও ডিফেন্ডিং করতে হবে: এনরিকে

May 7, 2024 | 12:03 pm

স্পোর্টস ডেস্ক

কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখে সেমিতে পা রেখেছিলেন তারা। সেমির প্রথম লেগে অবশ্য বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ১-০ তে হারের স্বাদ পেতে হয়েছে পিএসজিকে। আজ রাতে ঘরের মাঠে সেমির দ্বিতীয় লেগে মাঠে নামবে লুইস এনরিকের দল। জমজমাট এক লড়াইকে সামনে রেখে পিএসজি কোচ বলছেন, রক্ষণভাগের দৃঢ়তাই জয় পরাজয়ের ব্যবধান হয়ে দাঁড়াবে। আর এজন্যই প্রয়োজনে কিলিয়ান এমবাপেকেও ডিফেন্ডিং করতে হবে।

বিজ্ঞাপন

সেমিতে যেতে হলে ঘরের মাঠে ডর্টমুন্ডের বিপক্ষে গোল দেওয়ার পাশাপাশি রক্ষণভাগেও শক্তিশালী হতে হবে পিএসজিকে, মানছেন এনরিকে, ‘দল হিসেবে আমাদের আক্রমণাত্মক খেলতে হবে। আমাদের রক্ষণভাগে যেন বল না আসে সেই চেষ্টাই থাকবে। তবে দল হিসেবে খেলতে হলে সবাইকে সব ভূমিকা পালন করতে হবে। এমনকি বিশ্বসেরা ফরোয়ার্ড এমবাপেকেও ডিফেন্ডিং করতে হতে পারে।’

বার্সার বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছি পিএসজি। ডর্টমুন্ডে বিপক্ষেও তেমন কিছু করে দেখাতে চান এনরিকে, ‘ফ্রান্স আমরা শুধু জয় নিয়েই ভাবি। আমি সবসময়ই চাইব জয় নিয়ে মাঠ ছাড়তে। ফুটবলাররা নিজেদের সেরাটা দেবে বলেই বিশ্বাস করি।’

ভালো ফলাফল না এলেও সমর্থকরা পিএসজির সাথে থাকবে বলেই বিশ্বাস এনরিকের, ‘সব পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। আমরা ভালো ফলাফলের প্রত্যাশা করছি। তবে ফল আমাদের পক্ষে না এলেও আশা করি সবাই আমাদের পাশে থাকবে। আমরা আগের ম্যাচের হার থেকে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে যেতে চাই।’

বিজ্ঞাপন

আজ রাত ১টায় সেমির দ্বিতীয় লেগে মুখোমুখি হবে পিএসজি-ডর্টমুন্ড। প্রথম লেগে ১-০ গোলে জিতে এগিয়ে আছে ডর্টমুন্ড।

সারাবাংলা/এফএম

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন